জর্ডানের প্রধানমন্ত্রী মারুফ বাখেত ৬ ডিসেম্বর রাজধানী আম্মানে সফররত ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আহমেদ কুরেইয়ার সঙ্গে সাক্ষাতকালে জোর দিয়ে বলেছেন, জর্ডান অব্যাহতভাবে ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের জন্যে ফিলিস্তিনী জনগণকে সাহায্য করবে।
বাখেত বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্য শান্তির রোডম্যাপ পরিকল্পনার প্রবর্তনে যাবতীয় বাধা দূর করার জন্যে ফিলিস্তিন ও ইসরাইল দু'পক্ষকেই সাহায্য করা। তিনি আরো বলেছেন, জর্ডান ফিলিস্তিনীদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় সমর্থন ও সাহায্য দেয়ার প্রস্তুতি নিয়েছে।
বাখেদ যে জর্ডানের প্রধানমন্ত্রী হয়েছেন এবং সাফল্যের সঙ্গে মন্ত্রী সভা গঠন করেছেন, তার জন্যে কুরেইয়া অভিনন্দন জানিয়েছেন। বাদশাহ আবদুল্লাহ যে ফিলিস্তিনী জনগণের জন্যে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে প্রচেষ্টা চালাচ্ছেন কুরেইয়া তার ভূয়সী প্রশংসা করেছেন।
|