v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-07 15:23:54    
চীনের বিখ্যাত গায়িকা লিয়াং ইয়ুংছি

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভূবন নিবেদন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি লিয়াং ইয়ুংছি নামে চীনের বিখ্যাত গায়িকাকে আপনাদের সঙ্গে পরিচিত করবো। সম্প্রতি তিনি নিজের দশম CD সংকলন প্রকাশ করেছেন। এতে তিনটি নতুন গান ও ২৭টি পুরানো গান অন্তর্ভূক্ত হয়েছে। তা ব্যাপক অনুরাগীদের মধ্যে সমাদৃত হয়েছে। আজকের আসরে আমি লিয়াং ইয়ুংছির এই নতুন CD সংকলন সম্পর্কে কিছু বলবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম হচ্ছে খাটো চুল। বেদনা-বিধুর করুণ সুরে লিয়াং ইয়ুংছি চমত্কারভাবে ব্যর্থ প্রেমের ভাবানুভূতি প্রকাশ করেছেন। আচ্ছা, এখন পুরো গানটি শুনবো আমরা।

    লিয়াং ইয়ুছি হংকং প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পান এবং ১৯৯৫ সালে সঙ্গীত মঞ্চে প্রবেশ করেন। তিনি সুন্দরী। তাঁর ছবি আঁকা, গান রচনা করা ও বাকপটুতার মানও প্রথম শ্রেণীর। ১০ বছরে তাঁর গানের শৈলী প্রথম দিককার আনকোরা থেকে বতর্মান পরিপক্ব ও আত্মবিশ্বাসী শৈলীতে পরিণত হয়েছে। তাঁর নতুন CD সংকলন হচ্ছে সঙ্গীত মঞ্চে প্রবেশের পর তাঁর দশম সংকলন। বলা যায়, তা হচ্ছে তাঁর আগের শিল্প জীবনের একটি সারসংকলন। তাই লিয়াং ইয়ুংছি প্রথমবারের মতো CD সংকলন তৈরীর প্রক্রিয়ায় অংশ নেন এবং কয়েক শো গানের মধ্য থেকে ২৭টি পুরনো গান বেছে নেন। এসব তাঁর দশ বছরের গতিধারার প্রতিনিধিত্ব করে। তিনি এই CD সংকলনের প্রধান গানের সুর রচনা করেন। এই গান ধাপে ধাপে লিয়াং ইয়ুংছি পরিপক্কতার প্রতিফলন ঘটিয়েছে। আচ্ছা, এখন আমরা এক সাথে গানটি শুনি।

    এই CD সংকলনের তিনটি নতুন গান অনুরাগীদের গল্প অনুসারে রচিত হয়। লিয়াং ইয়ুংছি বলেছেন, বিগত বছরগুলোতে অনেক সঙ্গীত অনুরাগী চিঠি দিয়ে তাঁকে যার যার সুখ, রাগ ও বেদনার কথা বলেছেন। অনুরাগীদের গল্প খুব মজার, সরাসরি তাদের সঙ্গে আমার কথা বলার সযোগ কম, তাই আমি আমার গানের মাধ্যমে তাদেরকে কিছু উত্সাহ বা সহানুভূতি দেখাতে চাই। আচ্ছা, এখন আমরা একসাথে আরেকটি গান শুনবো। গানের নাম: দুরাগ্রহ। এই গানে আমাদের শ্রোতাদের জন্যে একটি বেদনার্ত পৃথিবীকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন গানটি শুনবো।

    তিনটি নতুন গান ছাড়াও, অন্যান্য পুরনো গান বেছে নেয়ার প্রক্রিয়াও খুব কঠিন। লিয়াং ইয়ুংছি বলেছেন, অনেক গান আমি CD সংকলনে দিতে চাই। যেমন আগের CD সংকলনের প্রধান গান। আমি মনে করি, সে সবগান আমার প্রতিনিধিত্ব করতে পারে। তাই CD সংকলনে সেগুলো রাখতে হবে। এখন আমরা একসাথে "ফুলের মতো আগুন" নামে একটি গান শুনবো। লিয়া ইয়ুংছি এই গান খুব পছন্দ করেন। কারণ এই গানে তাঁর জীবনের অভিজ্ঞতা বর্ণনা করা হয়। গানে বলা হয়েছে:

    যদি প্রেম একটি খুব দুর্বল গোলাপ, তাহলে আমি তার অপূর্ণতা ভরিয়ে দিতে চাই।

    তুষার-ঝড় আমাকে সাহসী করে তুলে এবং আমাকে বিমুগ্ধ করে।

    লেশমাত্র আগুন আমার মৃতুহাস্য আলোকিত করতে পারে।

    আসলে ভাগ্যের কিছু অংশ আমাদের নিজের হাতে।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন গানটি শুনবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের শেষ পর্যায়ে আমরা একসাথে একটি চলচ্চিত্রের প্রধান গান উপভোগ করবো। গানের নাম " বামে যাও, ডানে যাও"। এই চলচ্চিত্রে আধুনিক শহরে সংঘটিত একটি প্রেমের গল্প বর্ণনা করা হয়েছে। দু'জন প্রতিবেশী যুবক-যুবতী একটি অভূতপূর্ব সুযোগে পরস্পরের সঙ্গে প্রেম করেন। লিয়াং ইয়ুংছির গাওয়া গান খুব স্বাভাবিক, বাস্তবসম্মত ও মর্মস্পর্শী।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানে শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে।