v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-07 14:58:50    
যুক্তরাষ্ট্রে চীনের সাংস্কৃতিক উত্সব

cri
    চীনের সাংস্কৃতিক উত্সবপয়লা অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে চীনের সাংস্কৃতিক উত্সব উদ্বোধন হয় । একমাসব্যাপী এই সাংস্কৃতিক উত্সবে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীগুলো যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছে সমাদৃত হয়েছে । এই সাংস্কৃতিক উত্সবে সিমফোনি সংগীত , ব্যালে নৃত্য , চীনের লোকসংগীত , অপেরা ও এক্রোবেটিক্স ইত্যাদি ৪৩টি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে আর আটটি প্রদর্শনী আয়োজিত হয়েছে । যুক্তরাষ্ট্রের দর্শকরা চীনের এই সাংস্কৃতিক উত্সবকে স্বাগত জানিয়েছেন । তার বলেছেন , এই উত্সব তাদের জন্য চীন ও চীনের সংস্কৃতি জানার একটি প্ল্যাটফর্ম যুগিয়েছে । এইমাত্র আপনারা এই উত্সবে কুয়াং চৌয়ের সিমফোনী বাদক দলের পরিবেশিত ' তিয়ে লিয়েন হুয়া ' নামে একটি সুরের কিছু অংশ শুনলেন ।এই সুরে সিমফোনি ও চীনের লোকসংগীতের চমত্কার সমন্বয় সাধিত হয়েছে । এই সিমফোনি সুরে চীনের অপেরার ঐতিহ্যিক কবিতা আবৃত্তি ও গান ছাড়া দোতারা , ফিফা ও কুচেং প্রভৃতি লোক বাদ্যযন্ত্র যুক্ত হয়েছে । এই সিমফোনির সুরে নারীর পবিত্র , লাজুক , স্পর্শকাতর , নরম , ঈর্ষান্বিত , দুঃখী ও রাগী অনুভূতি প্রতিফলিত হয়েছে । এই সংগীতানুষ্ঠানের দ্বিতীয়ার্ধে চীনের নামকরা যুব পিয়ানো বাদক লান লান পিয়ানো কনসার্ট' হোয়ান হো ' পরিবেশন করেছেন। লান লানের বাজানো এই সুর দর্শকদের মুগ্ধ করেছে , তারা দীর্ঘ সময় হাততালি দিয়ে তাদের মনের আনন্দ প্রকাশ করেছেন । মিঃ ডন ওয়ালেস চীনের ঐতিহ্যিক সংস্কৃতি ও পাশ্চাত্যের সিমফোনির চমত্কার সমন্বয়ের ভুয়সী প্রশংসা করে বলেছেন , সংগীত উপভোগের মাধ্যমে চীনের সংস্কৃতি সম্পর্কে জানা একটি আনন্দের ব্যাপার । সিমফোনিতে চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র ও গান যোগ করা আমি এই প্রথমবার শুনেছি । এই সুর আমি খুব পছন্দ করি এবং সুরকার সম্বন্ধে তথ্য যোগাড় করার চেষ্টা করবো। তিনি আরো বলেছেন , কনসার্ট ' হোয়ান হো'-ও তিনি প্রথমবার শুনেছেন। কিন্তু হোয়ান হো নদীর কথা তিনি অনেক আগে থেকেই জানেন । তিনি মনে করেন এই কনসার্টের সুরহুয়ান হো অর্থাত পীত নদীর মতোই মানুষকে শক্তি দিতে পারে । তিনি বলেছেন , তিনি এই সুর থেকে চীনা জনগণের দৃঢ মনোবল অনুভব করেছেন ।

    প্রবীন প্রবাসী চীনা সুউ সিন ই, যিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ ত্রিশ বছর ধরে অবস্থান করেছেন , তিনি কনসার্ট ' হোয়ান হো ' শুনে মুগ্ধ হয়ে সজল চোখে বলেছেন , যুক্তরাষ্ট্রে এই ধরনের সংগীত পরিবেশন করা খুব আনন্দের ব্যাপার । কেননা যুক্তরাষ্ট্রে এখন চীনের হুমকির কথা আমরা প্রায়ই খবরের কাগজে দেখি । সাংস্কৃতিক আদান- প্রদান পরস্পরের সমঝোতা বাড়াতে পারে । ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট বিরোধ দুদেশের জনগণ তথা গোটা পৃথিবীর জন্যে ক্ষতিকর ।

    সাংস্কৃতিক উত্সবে চীনের ছোট আকারের ঐতিহ্যিক লোকসংগীত অনুষ্ঠানও দর্শকদের সমাদর পেয়েছে । অনুষ্ঠানগুলোতে শুধু নানা ধরনের চীনা বাদ্যযন্ত্র দিয়ে সুর বাজানো হয়েছে তাই নয় , চীনা শিল্পীরা অনুষ্ঠানে পরিবেশন করা চীনা সুর ও প্রতিটি বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন । অনেক দর্শক নিজেদের ছেলেমেয়েকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন । তারা মনে করেন শিল্পীদের সুরের পটভূমি ও বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য সস্পর্কিত ব্যাখ্যা তাদের চীনের লোকসংগীত উপভোগের জন্যে খুবই প্রয়োজনীয় ।

    এই সাংস্কৃতিক উত্সবে আয়োজিত আটটি প্রদর্শনীও মার্কিন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে । কেনিডি শিল্পকলা কেন্দ্রের নীচতলায় অনুষ্ঠিত ' পেইচিংয়ের সৌন্দর্য্য ' নামে একটি প্রদর্শনীর সামনে অনেক দর্শকের ভীড় জমে। এই প্রদর্শনীতে দেখানো আলোকচিত্রগুলোতে প্রাচীন ও আধুনিক পেইচিংয়ের দৃশ্য চিত্রিত হয়েছে । কেন্দ্রটির দোতলায় প্রাচীন চীনের ছিং রাজবংশের রাজা ছিং সি হুয়ানের সমাধিস্থলে উদ্ধার করা সৈন্য ও ঘোড়ার তিনটি মূর্তি আর চীনের পোশাক আর অলংকার প্রদর্শনী । একটি প্রদর্শনী কক্ষে সুন্দর পোশাক ও অলংকারগুলোর পাশে দাঁড়ানো প্রাচীন সৈন্য ও ঘোড়ার মূর্তি অজস্র মার্কিন নাগরিককে আকর্ষণ করেছে ,তাই সারা দিন এই প্রদর্শনীতে দর্শকদের ভীড় জমে ।

    যুক্তরাষ্ট্রের জি এইচ কে শক্তিসম্পদ কোম্পানির প্রধান রবার্ট হাফনার সস্ত্রিকপ্রদর্শনী কক্ষে চীনের বৈশিষ্ট্যময় সুন্দর সুন্দর জামা পরিদর্শন করেছেন । তিনি বলেছেন , আমরা চীনের জামা পোশাক ও অলংকারগুলো পছন্দ করি । আমার স্ত্রী প্রায়ই চীনের তৈরী জামা ও অলংকার পরেন । আমি এই প্রদর্শনী পছন্দ করি । তার স্ত্রী বলেছেন , এই প্রদর্শনীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই সব জামা পোশাকে চীনের ও পাশ্চাত্যের স্টাইলের খুব ভালো সমন্বয় সাধিত হয়েছে । চীনের তৈরী জামাগুলোর গুনমান আগের চেয়ে অনেক ভালো হয়েছে । এখন চীনা জামাগুলোর ডিজাইনও অনেক উন্নত হয়েছে । মিঃ হেফনার আরো বলেছেন , ওয়াশিংটনে চীনের সাংস্কৃতিক উত্সব আয়োজন করা তাত্পর্যপূর্ণ ব্যাপার । কারণ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কেন্দ্র । বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে এই প্রদর্শনী পরিদর্শন করবেন । এতে চীন সম্পর্কে তারা আরো বেশি জানতে পারবেন । এটা মার্কিন-চীন সম্পর্কের প্রসারের জন্য অনুকূল । তা ছাড়া সংস্কৃতির একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো সংস্কৃতি মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে , সবাই সংস্কৃতি উপভোগ করতে পারেন ।

    চীনের নয়জন ভাস্করের উদ্যোগে আয়োজিত চীনের আধুনিক ভাস্কর্য প্রদর্শনী কেনেডি শিল্পকলা কেন্দ্রের উদ্যানে প্রদর্শিত হয়েছে । অনেক দর্শক এই সব ভাস্কর্য শিল্পকর্ম পরিদর্শন করে এই সব শিল্পকর্মের সঙ্গে ছবি তুলেছেন । চীনের কেন্দ্রীয় চারুকলা ইন্সটিটিউটের উপপ্রধান ফান দি আন বলেছেন , এই সব ভাস্কর্যকর্ম চীন ও যুক্তরাষ্ট্রের দুই ধরনের সংস্কৃতির মধ্যে সংলাপ ও আদান-প্রদানের একটি পরিবেশ সৃষ্টি করেছে। প্রদর্শনীটি ছোট হলেও চীনা সাংস্কৃতিক উত্সবে মার্কিন নাগরিকদের জন্য চীনের শিল্পকলা উপভোগ করার সুযোগ সৃষ্টি করেছে । আন্তর্জাতিক সহযোগিতা কমিটির প্রধান মাদাম ছেন সিয়ান মেই এই ভাস্কর্য প্রদর্শনীর ভূয়শী প্রশংসা করে বলেছেন , শিল্পকলার কোনো রাষ্ট্রীয় সীমানা নেই । এই সাংস্কৃতিক উত্সব থেকে প্রতিপন্ন হয়েছে যে চীনের বিরাট অগ্রগতি হয়েছে । এই উত্সব দুদেশের সমঝোতা ও সহযোগিতা বাড়াবে । সবাই এই প্রদর্শনীর প্রশংসা করছেন।