জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রোবার্ট মুগাবে ৬ ডিসেম্বর বলেছেন, সরকার অব্যাহতভাবে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্যে নির্ধারিত" পূর্ব মুখী" নীতি কার্যকরী করবেন।
মুগাবে একইদিন রাজধানী হারারে শহরে জাতীয় সংসদের প্রতি ইউনিয়ন মেসেজ প্রকাশ করেছেন। তিনি তাঁর ভাষণে বলেছেন, জিম্বাবোয়েসাহায্য চাইলে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো জিম্বাবোয়ের জন্যে প্রচুর নতুন বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগের সুযোগ যুগিয়ে দেবে। জিম্বাবোয়েকে অবশ্যই " পূর্ব মুখী" অধিষ্ঠান বজায় রাখতে হবে।
মুগাবে বলেছেন, সরকার জনগণের জীবন যাত্রার মানের দ্রুত অবনতীর উপর নিবিড় দৃষ্টি রাখছে। তিনি সমাজের বিভিন্ন মহলের উদ্দেশ্যে নতুন বছরে আরো প্রচেষ্টা করার আহবান জানিয়েছেন, যাতে দেশে খাদ্যশস্যের স্বাবলম্বন ও অর্থনীতির বিপুল পরিমাণের বৃদ্ধি বাস্তবায়ন সুনিশ্চিত করা যায়।
|