ফ্রান্সে সফররত চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও স্থানীয় সময় ৬ ডিসেম্বর দক্ষিণ ফ্রান্সের মার্সেইলেস শহরে পোঁছেছেন, এ শহরে অবস্থিত ইউরোপের হেলিকপ্টার কোম্পানি ও বিশ্বের প্রথম আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা রিয়েক্টার পরিদর্শন করেছেন।
গত বছরে ইউরোপ হেলিকপ্টার কোম্পানি সারা বিশ্বের মোট বেসরকারী হেলিকপ্টার উত্পাদন পরিমানের ৬২% উত্পাদন করেছে। এ কম্পানি চীনের বহু শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বহু বছরের সহযোগিতা সম্পর্ক বজায় রেখেছে এবং চীনের সঙ্গে সহযোগিতা ক্ষেত্রে সক্রিয় দৃষ্টিভংগী পোষণ করে। ওয়েন চিয়াপাও সেখানে "কাটামাউনট(catamount)"হেলিকপ্টার অ্যাসেম্বলিং ও হাল্কা হেলিকপ্টার প্রদর্শনি দেখেছেন।
আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা রিয়েক্টার প্রকল্পের জন্যে গত বছরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন করেছে। ওয়েন চিয়াপাও বলেছেন বিকল্প শক্তিসম্পদ অনুসন্ধানের জন্যে চীন ও ফ্রান্সের উচিত আরো নতুন শক্তিসম্পদ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা।
|