রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ৬ ডিসেম্বর মস্কোয় সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষের মধ্যে দু'দেশের অর্থনীতি, মহাকাশ, সামরিক বিষয় ও সন্ত্রাস দমন ইত্যাদি ক্ষেত্রের সার্বিক সহযোগিতায় মতৈক্য হয়েছে।
পুটিন বৈঠকের পর বলেছেন, রাশিয়া ভারতকে রণনৈতিক অংশীদার হিসেবে মনে করে সক্রিয়ভাবে ভারতের সঙ্গে অর্থনীতি, সামরিক ইত্যাদি ক্ষেত্রের সার্বিক সহযোগিতা বাড়াবে। তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়া ও ভারতের উচিত দ্বিপাক্ষিক বাণিজ্যিক কাঠামো উন্নত বরা এবং পারস্পরিকভাবে পুঁজি-বিনিয়োগ ত্বরান্বিত করা।
মনমোহন সিং বলেছেন, ভারত রাশিয়াকে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিতে সমর্থন করে। তিনি বলেছেন, রাশিয়া ও ভারত যৌথ কর্মী দল প্রতিষ্ঠা করবে, দ্বিপাক্ষিক সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রশ্ন নিয়ে আলোচনা করবে। ভারত রাশিয়ার সঙ্গে সামরিক প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, ভারত ও রাশিয়া যৌথভাবে বহু ক্ষেত্রে ব্যবহার্য পরিবহন বিমান ও পঞ্চম জেনারেশনের জংগী বিমান গবেষণা ও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
তা ছাড়া দু'পক্ষ চীন, রাশিয়া ও ভারতের মধ্যে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আশা প্রকাশ করেছে।
একইদিন ভারত ও রাশিয়া দু'দেশের সামরিক প্রযুক্তি সহযোগিতার প্রক্রিয়ায় মেধাসত্ব সুরক্ষা জোরদার সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
|