ইরানের সামরিক পক্ষের একটি সি-১৩০ পরিবহণ বিমান ৬ ডিসেম্বর রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় ভূপাতিত হয়েছে, এতে কমপক্ষে ১২৮ লোক নিহত হয়েছেন।
ইরানের কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, এই পরিবহণ বিমানের যাত্রী ও বিমানের ক্রুরা মোট ৯৪ লোক নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশ যাত্রী ছিলেন ইরানের দক্ষিণাঞ্চলের আব্বাস বন্দরে গিয়ে সামরিক মহড়া অনুষ্ঠানের বিবরণ দেওয়ার জন্য সংবাদদাতারা। তা ছাড়া, ভূপাতিত বিমানের আঘাতে আবাসিক বাড়িগুলোতে কমপক্ষে ৩৪ জন নিহত এবং অন্য ৯০ জনেরও বেশী লোক আহত হয়েছেন। আহতদেরকে চিকিত্সার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু কিছু লোকের অবস্থা গুরুতর।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোজতাবা মির-আবদোলাহি ৬ ডিসেম্বর রাতে তথ্যমাধ্যমের কাছে স্বীকার করেছেন, অনুসন্ধানকারীরা ঘটনাস্থলে ১১৬টি মৃতদেহ আবিষ্কার করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একইদিন রাতে এই দুর্ঘটনার নিহতদের আত্মীয়স্বজনদের কাছে সমবেদনা জানিয়েছেন।
|