v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-06 20:45:49    
বানর রাজা সুন উখোং (২০)

cri
    দানব আচার্যকে দেখিয়ে বললো , যে বাঘের কবল থেকে সে রাজকুমারিকে উদ্ধার করেছিল , ঐ সেই বাঘ । এখন আচার্যের রুপ নিয়েছে । সুযোগ পেলে আপনাদের হত্যা করবে । বলেই সে সুয়ান চুয়ানের উপর মন্ত্রপড়ে থুতু দিলো । সঙ্গে সঙ্গে বাঘ হয়ে গেলেন আচার্য । রাজা ভয় পেয়ে লোহার খাঁচায় বাঘকে বন্দি করলেন । মরণদশা হলো আচার্যের ।

    জামাইকে স্বাগত জানাবার জন্য বিশাল এক ভোজসভার আয়োজন করলেন রাজা । শ্বেত অশ্বরুপি ড্রাগন এক সুন্দরি মেয়ের রুপ নিয়ে প্রাসাদের ভেতর এলো । ভোজসভায় মদ্যপানের সময় ড্রাগন দানবকে আঘাত করলে দানবও নিজের রুপ ধারন করলো । সঙ্গে সঙ্গে শুরু হলো যুদ্ধ । ড্রাগন হেরে পালিয়ে গেলো । দেখে শুনে রাজার তো চক্ষু স্থির ।

    এদিকে গভির রাতে চু এলো পাওসিয়াং রাজ্যে । শ্বেত অশ্ব তখন সব কথা খুলে বললো । অশ্ব চুকে বললো , উখোং-কে ডেকে আনো । নইলে তোমাদের বিপদ কাটবে না । চু লজ্জিত হয়ে বললো , উখোংকে তাড়ানোর পেছনে আমিও ছিলাম । এখন কোন মুখ তার কাছে যাবো । এদিকে সমুহ বিপদ দেখে শ্বেত অশ্ব হাউ হাউ করে কাঁদতে লাগলো । অগত্যা চু মেঘে চড়ে গেলো পুষ্পফল পর্বতে । সেখানে উখোং-এর কাছে তাদের বিপদের কথা বিস্তারিত বলে মাফ চাইলো । সে উখোং-কে রাগানোর জন্য বললো , পিতবসনধারি দানব তাকে খুব গাল দিয়েছে । শুনেই মাথা গরম হয়ে গেলো উখোং-এর । সে তখনি চু-এর সঙ্গে ফোইয়ুয়ে গুহার কাছে এলো । দেখলো দুটি ছেলে বাইরে খেলছে । উখোং তাদের বন্দি করে ভিক্ষুশাকে ফেরত চাইলো ।

    রাজকুমারি ভিক্ষু শাকে ছেড়ে দিয়ে উখোংকে তাড়াতাড়ি পাওসিয়াং রাজ্যে যেতে বললো । জানালো , সেখানে বড্ডো বিপদ ।

    উখোং রাজকুমারিকে লুকিয়ে নিজে রাজকুমারি সেজে দানবের জন্য অপেক্ষা করতে লাগলো । চু আর শা মেঘে চড়ে পাওসিয়াং রাজ্যের আকাশ থেকে চিত্কার করে বললো যে তারা দানবের দুই ছেলেকে বন্দি করেছে ।

    এই কথা শুনে দানব ছুটে এলো বাড়িতে । নকল রাজকুমারি কেঁদে কেঁদে বললো , উখোং তার দুই ছেলে ও শাকে ধরে নিয়ে গেছে । শোকে রাজকুমারি জ্ঞান হারানোর ভান করলো । দানব তাকে একটা যাদুর মুক্তা খেতে দিলো সুস্থ হওয়ার জন্য ।

    মুক্তাটা গিলে ফেলেই উখোং নিজের রুপে ফিরে এলো । শুরু হলো দানবের সঙ্গে তার লড়াই । দুজনেই যুদ্ধে ওস্তাদদ । কেউ কাউকে হারাতে পারেনা । যুদ্ধ করতে করতে তারা আকাশে উঠে গেলো । উখোং দশটি লোম ছিঁড়ে দশটি বানর তৈরি করে ঘিরে ফেললো দানবকে । দানব তখন পড়িমরি পালাতে চাইলো । উখোং মারলো তার মাথায় এক ঘা । সে অশ্বপাল বলে গাল দিয়ে কোনো মতে পালালো উখোং-এর হাত থেকে ।

    উখোং স্বর্গরাজ্যে গিয়ে দেবরাজের সঙ্গে দেখা করলো। দেবরাজ খুঁজে দেখে বললেন গ্রহের রাজা খুই মুলাং নিখোঁজ । তখনই তিনি দানবকে ধরে আনার জন্য সাতাশ জন দেবদুত পাঠিয়ে খুইমুলাং-কে ধরে আনলেন ।

    উখোং রাজকুমারিকে উদ্ধার করে পাওসিয়াং রাজ্যে এলো। সুয়ান চুয়ানকে খাঁচায় বাঘের রুপে বন্দি দেখে কেঁদে ফেললো উখোং । যাদুমন্ত্র পড়ে বাঘের গায়ে পানি ছিটিয়ে দিতেই আচার্য নিজের রুপ ফিরে ফেলেন ।

    অনুতপ্ত হলেন আচার্য । উখোং-এর হাত ধরে দোষ স্বিকার করলেন । গুরু শিষ্যের মিলন হলো । কেটে গেলো সব বিপদ ।

    পাওসিয়াং রাজ্যে খুশির বন্যা নামলো । আচার্য ও তার শিষ্যদের সম্মানে এক বিরাট বিদায় ভোজসভার আয়োজন করলেন রাজা । তারপর শুভদিন দেখে আবার শুরু হলো আচার্যের যাত্রা । পশ্চিম দিকের পথ যে বহু দূর । যেতেই হবে তাঁকে এগিয়ে ।