গত ১৩ নভেম্বর চীনের উত্তর পুর্বচীনের চি লিন প্রদেশের এক রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটায় প্রচুর বিষাক্ত তরল পদার্থ সংহুয়া নদীতে প্রবেশ করেছে বলে সংহুয়া নদী সাংঘাতিকভাবে দূষিত হয়েছে ।সংহুয়া নদীর দূষিত পানির স্রোত এখন নিম্ন অববাহিকার দিকে বয়ে যাচ্ছে । দূষণজনিত কুফল লাঘবের জন্য হেই লং চিয়াং ও চিলিন প্রাদেশিক সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
৬ ডিসেম্বর সকালে প্রকাশিত হেই লং চিয়াং প্রদেশের পরিবেশ সংরক্ষণ বিভাগের প্রেস -বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সংহুয়া নদীর দূষিত পানির স্রোত নিম্ন অববাহিকার জিয়ামোসি শহরের কাছে পৌঁছেছে ।তাই জিয়ামোসি শহরে মজুদ পানীয় জল ব্যবহার শুরু হয়েছে । জিয়ামোসি শহরের মেয়র সাংবাদিকদের বলেছেন , নাগরিকদের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
জানাগেছে , সংহুয়া নদীর দূষণ সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে সাত কোটি ইউয়ান ব্যয় করা হয়েছে ।
|