৬ ডিসেম্বর প্রকাশিত চীনের প্রথম অর্থনৈতিক জরীপের ফলাফল থেকে জানা গেছে , ২০০৪ সালের শেষ দিকে চীনের শিল্পপ্রতিষ্ঠানের ৭.৩ শতাংশ প্রকৃত পুঁজি হংকং ,ম্যাকাও ও তাইওয়ান থেকে এবং ৮.৭ শতাংশ প্রকৃত পুঁজি বহির্বিশ্ব থেকে এসেছে । প্রকৃত পুঁজি বলতে মুদ্রা, পন্য ও অদৃশ্য মুলধন বোঝায় ।
অর্থনৈতিক জরীপের তথ্য থেকে আরো জানা গেছে যে , গত বছরের শেষ দিকে চীনের দ্বিতীয় ও তৃতীয় শিল্পে কর্মজীবীদের সংখ্যা আনুমানিক ৩১ কোটি। দ্বিতীয় ও তৃতীয় শিল্পের প্রকৃত পুঁজি ১৮ হাজার ২০০ বিলিয়ন ইউয়ান ।
চীনের প্রথম অর্থনৈতিক জরীপ শুরু হয় ২০০৪সালে । দু'বছর স্থায়ী এই জরীপে প্রধানত: দ্বিতীয় ও তৃতীয় শিল্পের সমস্ত আইনগত কর্মসংস্থা ও স্বনির্বাহিত শ্রমজীবীদের উত্পাদনের অবস্থা , উত্পাদন-ক্ষমতা ও আর্থিক অবস্থা নিয়ে তদন্ত করা হয় ।
|