|
|
(GMT+08:00)
2005-12-06 14:09:45
|
|
৬ ডিসম্বর
cri
ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে স্বাধীন হবার কথা ঘোষণা করে
১৯১৭ সালের ৬ ডিসেম্বর ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে স্বাধীন হবার কথা ঘোষণা করে। ১৮০৯ সালে জা রাশিয়া ফিনল্যান্ডকে দখল করে নেওয়ার পর ফিনল্যান্ডের জনগণ জাতীয় স্বাধীনতার সংগ্রাম চালান। রাশিয়ার অক্টোবর বিপ্লব জয়লাভ করার পর ১৯১৭ সালের ৬ ডিসেম্বর ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে স্বাধীন হবার কথা ঘোষণা করে। এর পর লেনিনের নেতৃত্বাধীন সৌভিয়েত প্রশাসন ফিনল্যান্ডকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করে। সুইডেন, ফ্রান্স আর ব্রিটেনও পর পর ফিনল্যান্ডকে স্বীকৃতি দেয়।
আয়্যারল্যান্ড স্বাধীন অংগরাজ্য প্রতিষ্ঠিত
প্রথম মহা যুদ্ধের পর , আয়্যারল্যান্ডের জাতীয় আন্দোলনে আরেক বার উত্তাল জোয়ার দেখা দেয়।১৯১৯ সালে সিনফিন পাটি আয়্যারল্যান্ডের আইন প্রণয়ন সম্মেলন আহ্বান করে। এর সঙ্গে সঙ্গে আয়্যারল্যান্ড প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। কিন্তু ব্রিটিশ সৈন্যবাহিনী এই বিপ্লব দমন করে। দু’ পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। ১৯২০ সালে ব্রিটেন সরকারের উত্থাপিত নতুন প্রস্তাবে নিধার্রিত বিধান অনুযায়ী, উত্তর আয়্যারল্যান্ডেরছ’টি অংগরাজ্য আর দক্ষিণ আয়্যারল্যান্ডের২৬টি অংগরাজ্যে যথাক্রমে আইন প্রণয়ন সংস্থা গড়ে তোলা হবে। পরে একটি সংসদীয় অধিবেশনে এই প্রস্তাব অনুমোদিত হয়। সঙ্গে সঙ্গে ব্রিটেন আর আয়্যারল্যান্ডের মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্রিটেন ফিল্যান্ড, রোমানিয়া আর হাংগেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
১৯৪১ সালের ৬ ডিসেম্বর ব্রিটেন ফিল্যান্ড, রোমানিয়া আর হাংগেরি বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করে।
প্রথম এশিয়ার নবোদিত শক্তি সম্মেলন সমাপ্ত
১৯৬৬ সালের ৬ ডিসেম্বর প্রথম এশিয়ার নবোদিত শক্তি গেমস কাম্পুচিয়ার রাজধানী নমপেনে সমাপ্ত হয়।
চীনের তথ্য সমিতি প্রতিষ্ঠিত হয়
১৯৮৪ সালের ৬ ডিসেম্বর চীনের সংবাদ সমিতির যুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। চীনের সংবাদ সমিতি হল সংবাদ তত্ত্ব গবেষণার একটি সংস্থা।
ভারতে সাম্প্রদায়িক দাংগা
১৯৯২ সালের ৬ ডিসেম্বর কয়েক হাজার হিন্দী ধর্মাবলম্বী ‘স্বেচ্ছাসেবক’ দ্রুত বেগে ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদের দিকে ছুটে যায় এবং তা ভেঙ্গে দেয়। ফলে ভারতের বিভিন্ন জায়গায় ২০ বছরের সবচেয়ে মারাত্মক দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। এতে ১১০০ জনের প্রাণহানি ঘটে, চার হাজারাধিক আহত হয়। এই ঘটনা ইসলামী দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া আর প্রতিবাদেরঝড় তোলে।
উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্র যার যার লিয়াজোঁ কার্যালয় প্রতিষ্ঠা করে
১৯৯৪ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে দু’দেশের রাজধানীতে যার যার লিয়াজোঁ কার্যালয়ের স্থাপন নিয়ে বৈঠক হয়।
ত্রয়োদশ এশীয় গেমস ব্যাংককে শুরু
১৯৯৮ সালের ৬ ডিসেম্বর সন্ধ্যায় ত্রয়োদশ এশীয় গেমস থাইল্যান্ডেররাজধানী ব্যাংককে শুরু হয়।
|
|
|