v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-05 21:40:53    

২৮ নভেম্বর -০৫ ডিসেম্বর


cri

    প্রথমেই যথারীতি কিছু গুরুত্বপূর্ণ চীনা সংবাদ

    চীনে বিশ্ব এইডজ দিবস পালিত

    ১ ডিসেম্বর অষ্টাদশ বিশ্ব এইডজ দিবস । এই বছরের এইডজ দিবসের শ্লোগান হলো ' এইডস রোগ প্রতিরোধ করুন , প্রতিশ্রুতি পালন করুন ' । চীনের বিভিন্ন জায়গায় আয়োজিত কর্মসূচীতে এইডজ চিকিত্সা ও প্রতিরোধের জ্ঞান প্রচার করা হয়েছে ।

    জাতি সংঘ মহাসচিব কোফি আনান পয়লা ডিসেম্বর "বিশ্ব এইডজ দিবস" উপলক্ষ্যে দেয়া একটি ভাষণে বিভিন্ন দেশের প্রতি এইডজ প্রতিরোধের কাজের ওপর আরো গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেছেন, গত অক্টোবর থেকে, আন্তর্জাতিক সমাজে এইডজ প্রতিরোধ ক্ষেত্রে প্রচুর অগ্রগতি অর্জিত হয়েছে। ২০০৫ সালে সারা বিশ্বে মোট ৫০ লক্ষ এইডজ ভাইরাস-বাহী বেড়েছে, সেজন্যে এইডজ ভাইরাস-বাহীর সংখ্যা ৪০ মিলিয়নের বেশী হয়েছে।

    কোফি আনান বিভিন্ন দেশের সরকার, ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতি এইডজ-পীড়িত অঞ্চলে আরও বেশী সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি মানবজাতি এইডজের বিস্তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে না পাড়ে, তাহলে জাতি সংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়িত হবে না।

    চীনে "গুরুতর ফ্লু ও বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সা পদ্ধতি" গবেষণা শুরু

    বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সা সম্পর্কিত এক সেমিনার ২ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। চীনে "গুরুতর ফ্লু ও বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সা পদ্ধতি" গবেষণাও সঙ্গে সঙ্গে শুরু হয়েছে।

    চীনের সরকারী সংস্থার উদ্যোগে আয়োজিত এই সেমিনারের প্রধান লক্ষ্য হলো বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সার অভিজ্ঞতার সারসরকলন করে আরো কার্যকর ও উপযুক্ত চিকিত্সা পদ্ধতি গবেষণা করা। যাতে বার্ড-ফ্লু রোগীদের মৃত্যু হার কমে যায়।

    এ পর্যন্ত, চীনে শনাক্ত করা তিনজন বার্ড-ফ্লু রোগীদের মধ্যে দুজন মারা গেছেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে ঐতিহ্যিক চীনা চিকিত্সা পদ্ধতির সঙ্গে পাশ্চাত্য চিকিত্সা পদ্ধতিকে সংযুক্ত করে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন চিকিত্সা পদ্ধতি প্রয়োগ করা উচিত।

    চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের বৈদেশিক বিভাগের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বস্ত্র- পণ্য চুক্তিতে দু'পক্ষের স্বার্থ বিবেচনা করা হয়েছে । এতে মার্কিন বস্ত্র শিল্প কাঠামোর পুনর্গঠনের জন্য অবকাশ যোগানোর সংগে সংগে চীনের বস্ত্র পণ্য রফতানির জন্যও অবকাশ প্রশস্ত করা হবে । আরো গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে , এতে দুদেশের বস্ত্র শিল্প খাতের জন্য একটি স্থিতিশীল ও প্রাক্কলনযোগ্য বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা হবে ।

     চীনের বস্ত্র শিল্প সমিতির অনুমান অনুযায়ী , এ বছর বানিজ্য বিরোধ বেশী হলেও চীনের বস্ত্র পন্যের রপ্তানি মূল্য গত বছরের চেয়ে ২০ শতাংশ বেড়ে ১১৬ বিলিয়ন মার্কিন ডলার হবে । রপ্তানি বাড়ার প্রধান কারণ হলো স্থির পরিসম্পদ খাতে অর্থবিনিয়োগ বৃদ্ধি আর বস্ত্র শিল্পে উন্নত প্রযুক্তির প্রয়োগ । ফলে বস্ত্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বেড়েছে ।

    জানা গেছে , গত বছর চীনের বস্ত্রপন্যরপ্তানির মোট মূল্য ছিল ৯৭.৩ বিলিয়ন মার্কিন ডলার ।

    চীন ও রাশিয়া মিলিতভাবে সোং হুয়া নদীর দুষণ পর্যবেক্ষণ করছে

    রাশিয়ার অনুরোধে ২ ডিসেম্বর চীন ও রাশিয়া মিলিতভাবে হেইলুনং চিয়াং প্রদেশের মু লান জেলায় সোং হুয়া নদীর দুষণ অবস্থা পর্যবেক্ষণ করেছে।

    গত মাসের মাঝামাঝি সময় সোং হুয়া নদীর উচ্চ অববাহিকার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটার পর সোং হুয়া নদীর পানি গুরুতরভাবে দুষিত হয়েছে । বর্তমানে দুষিত পানি নিম্ন- অববাহিকায় অবস্থিতমু লান জেলা অতিক্রম করছে । সোং হুয়া নদী চীন ও রাশিয়ার সীমান্ত অঞ্চলের হেইলুং চিয়াং নদীতে গিয়ে মিশেছে বলে রাশিয়া সোং হুয়া নদীর দুষণকে বেশী গুরুত্ব দিচ্ছে , চীন রাশিয়াকে একাধিকবার দুষণের অবস্থাজানিয়েছে ।

    ২ ডিসেম্বর চীন ও রাশিয়ার প্রযুক্তিবিদরা মু লান জেলায় সোং হুয়া নদীর পানি পরীক্ষা করেছেন । দু পক্ষ এই সিদ্ধান্তও নিয়েছে যে তারা হেইলুং চিয়াং নদী ও সোং হুয়া নদীর সংযোগস্থলে আরেকবার পানি পরীক্ষা করবে ।

    মিনচিনতাঙ পার্টির কর্তৃপক্ষেরপ্রতিতাইওয়ানের ভোটাররা আস্থা হারিয়েছেন

    ৩ ডিসেম্বর তাইওয়ানের জেলা ও শহরের মেয়র নির্বাচনেরফলাফল সম্পর্কেমন্তব্য করে ৪ ডিসেম্বর প্রকাশিত তাইওয়ান ও ম্যাকাওয়ের পত্রপত্রপত্রিকার ভাষ্যে উল্লেখ করা হয়েছে যে , এথেকে প্রমানিত হয়েছে যে , ভোটাররা মিনচিন পার্টি কর্তৃপক্ষের প্রতিতাদের আস্থা হারিয়েছেন ।

    " লিয়েন হো পাও" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে যে , এবারের নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায় , ভোটাররাছেনসুইপিয়ের প্রশাসন ও রাজনৈতিক রীতিনীতি মোটেই পছন্দ করেন না

    "শিল্প-বাণিজ্য টাইমস" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে যে , লিয়েন চান ও সুং ছুইয়ু পরপর চীনের মূলভূভাগে সফর করে তাইওয়ান দ্বীপের জনসাধারণের উচ্চস্বীকৃতি পেয়েছে । এবারের নির্বাচনের ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে , দুপারের শান্তি , জীবনধারা ও অর্থনীতির পক্ষে সহায়ক এমন কাজকর্ম ত্বরান্বিত করলে বেশীর ভাগ জনসাধারণের সমর্থন পাবে ।

    ম্যাকাও ডেইলী পত্রিকা সম্পাদকীয় প্রকাশ করে বলেছে যে , নির্বাচনটি পুরোপুরিভাবে তাইওয়ানবাসীদের ইচ্ছা প্রতিফলিত করেছে ।

    জাতি সংঘ কনফিউশিয়াস শিক্ষা পুরস্কার প্রবর্তন করেছে

    ইউনেস্কো ৩০ নভেম্বর পেইচিংয়ে ঘোষণা করেছে যে , আগামী বছর থেকে প্রথমবারের মতো চীনাদের নামে আন্তর্জাতিক পুরস্কার "কনফিউশিয়াস শিক্ষা পুরস্কার" প্রবর্তিতহবে । এই পুরস্কার প্রবর্তনের উদ্দেশ্য গণ-শিক্ষা ক্ষেত্রে লক্ষনীয় অবদান সৃষ্টিকারী সরকারী প্রতিষ্ঠান , বেসরকারী সংস্থা আর ব্যক্তিদের উত্সাহ দেয়া ।

    সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী , বছরে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে দু'জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে । প্রতি বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ইউনেস্কোর মহাসচিব তাদের পুরস্কার দেবেন ।

    চীনের প্রাচীনকালের একজন মহা চিন্তানায়ক , শিক্ষাবিদ আর দার্শনিক হিসেবে কনফিউশিয়াসের শিক্ষা তত্ত্ব এখনো চীন আর বিশ্বের জন্য সুগভীর তাত্পর্য সৃষ্টি করছে ।

    প্রিয় শ্রোতা বন্ধুরা এবার নজর দেয়া যাক দক্ষিণ এশিয়ার দিকে:

    খুয়েনমিংএ 'বাংলাদেশে বিনিয়োগ সুবিধা' শীর্ষক সেমিনার

    দক্ষিণ-পশ্চিম চীনের খুয়েনমিং শহরে আয়োজিত "বাংলাদেশে বিনিয়োগ সুবিধা" শীর্ষক এক সেমিনারে চীনে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত আশফাকুর রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

    পেইচিংস্থ বাংলাদেশ দূতাবাসের ১লা ডিসেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই দিন খুয়েনমিংএ চীনের আন্তর্জাতিক বানিজ্য উন্নয়ন পরিষদ আয়োজিত এই সেমিনারে দু'শতাধিক চীনা বণিকদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত তার লিখিত মূল প্রবন্ধে বাংলাদেশের সার্বিক সুবিধাজনক বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনাদের নানান প্রশ্নের জবাবও দেন।

    খুয়েনমিং-ঢাকা সড়কে মোটরগাড়ির শুভযাত্রা শুরু

    পেইচিংস্থ বাংলাদেশ দূতাবাসের অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়ূননান প্রদেশের রাজধানী খুয়েনমিং থেকে ১লা ডিসেম্বর খুয়েনমিং-মংডো-চট্টগ্রাম মহা-সড়ক পথে ইতিহাসের প্রথম মোটরগাড়ি যাত্রা শুরু হয়েছে।

    ব্যবসায়ী, ট্যূর কোম্পানীর কর্মকর্তা, একাডেমীশিয়ান এবং চিকিত্সাকর্মীসহ মোট ৮ সদস্যবিশিষ্ট এক অভিযাত্রীদল গাড়ি চালিয়ে মায়ানমারের মংডো সীমান্ত থেকে ফেরীযোগে নাফ নদী পার হয়ে বাংলাদেশে পৌঁছুবেন। চীনে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূত আশফাকুর রহমান অভিযাত্রীদলের নেতার হাতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা "থাকব নাকো বদ্ধ ঘরে" কবিতার চীনা অনুবাদ তুলে দেন। এই ঐতিহাসিক অভিযাত্রা চীন-মায়ানমার-বাংলাদেশ ত্রিদেশীয় সড়কজাল পুণরুন্মোচিত করবে।

    বাংলাদেশে চরমপন্থী নিধন অভিযান শুরু

    ঢাকা থেকে সিনহুয়া বার্তার সংস্থা জানিয়েছে, চরমপন্থীদেরনিমুর্ল করার জন্যে বাংলাদেশ সরকার একটি যৌথ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যাতে সমাজের স্থিতিশীলতা রক্ষা করা যায়।একটি খবরে বলা হয়েছে, ২৯ নভেম্বর প্রধান মন্ত্রী খালেদা জিয়া মন্ত্রীদের সঙ্গে জরুরী পরামর্শ করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন।

    ২৯ নভেম্বর বাংলাদেশে দু'বার আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটার পর, ঢাকার ৩৫ কিলোমিটার উত্তরের গাজিপুরে পয়লা ডিসেম্বর আবার বোমা বিস্ফোরণ ঘটেছে, তাতে কমপক্ষে ১০জন আহত হয়েছে।

    স্থানীয় ইউ এনবির খবরে প্রকাশ পয়লা ডিসেম্বর দুপুরে বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ একজন সন্দেহজনক আহত বিস্ফোরণকারী ঘটনাস্থলে গ্রেফতার করেছে।

    রাজনৈতিক পদ্ধতিতে শ্রীলংকার অভ্যন্তরীণ সংঘর্ষ সমাধানে ভারতের সমর্থন

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ আহামেদ ১ ডিসেম্বর নয়া দিল্লীতে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী মংগলা সামারাওয়েরার সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্ হবার পরে প্রকাশিত একটি যুক্ত বিবৃতিতে বলা হয়েছে যে, শ্রীলংকা যে রাজনৈতিক পদ্ধতিতে দেশের সংঘর্ষ সমাধান করছে, তা ভারত সমর্থন করে।

    বিবৃতিতে বলা হয়েছে, ভারত শ্রীলংকার ভূভাগ ও সার্বভৌমত্বের অখন্ডতা সম্মান করে। শ্রীলংকা দেশের ঐক্য বজায় রাখার পূর্ব শর্তে আলোচনার মাধ্যমে দেশের জাতি ও বর্ণগত সংঘর্ষ সমাধানের যে প্রচেষ্টা করছে, তা ভারত সমর্থন করে। শ্রীলংকা পক্ষ বলেছে, শ্রীলংকা সরকার দৃঢ়ভাবে সরকার বিরোধী সশস্ত্র তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সঙ্গে শান্তি আলোচনা করবে।

    ভারত আকাশ নামক ক্ষেপনাস্তসাফল্যের সঙ্গে উতক্ষেপন করেছে

    ভারতের প্রতিরক্ষ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৩ ডিসেম্বর বলেছেন, ভারত পূর্বাঞ্চলের ওড়িসা রাজ্যের চান্দিপুর উতক্ষেপন কেন্দ্রে সাফল্যের সঙ্গে নিজস্ব গবেষণায় তৈরী আকাশ নামক ভূমি-থেকে-আকাশ গামী মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত উতক্ষেপন করেছে।

    তিনি বলেছেন, ক্ষেপনাস্তটি সঠিকভাবে লক্ষ্যবস্তুকে বিঁধেছে। এ নিয়ে ভারত চার বার এ ধরণের ক্ষেপনাস্ত উতক্ষেপন করলো।

    নেপাল সরকার বিরোধী সশস্ত্রবাহিনী যুদ্ধ-বিরতি ১ মাস বাড়ানোর কথা ঘোষণা করেছে

    ২ ডিসেম্বর নেপাল সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর নেতা প্রন্চন্ডপ্রাছান্দা একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, তাদের ৩-মাসস্থায়ীএক তরফা যুদ্ধ-বিরতি আরও এক মাস বাড়ানো হবে। বিবৃতিতে তিনি বলেছেন, স্বদেশের জনমত এবং বিশ্ব সমাজের গণতান্ত্রিক আহ্বান বিবেচনা করে তারা আগের তিন মাসের এক তরফা যুদ্ধ-বিরতি আরও এক মাস বাড়ানোরসিদ্ধান্ত নিয়েছে। উল্লেখযোগ্য , গত ৩ সেপ্টেম্বর নেপাল সরকার বিরোধী সশস্ত্রবাহিনী বলেছিল , সে দিন থেকে তিন মাসের জন্যে এক তরফা যুদ্ধ-বিরতি বাস্তবায়িত হবে। তারা আশা প্রকাশ করেছে যে এই সিদ্ধান্ত নেপাল সমস্যা সমাধানের অনুকুল হবে।

    বন্ধুরা! এবার দৃষ্টি দেয়া যাক বাদবাকি বিশ্বের দিকে !

    ৩০ নভেম্বর সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র আর বাণিজ্য মন্ত্রী বান কি মুন বলেছেন, জাপানের পররাষ্ট্র মন্ত্রীকে ইতিহাসের সমস্যা সঠিকভাবে মোকাবেলা করতে হবে। এটাই দক্ষিণ কোরিয়া আর জাপানের মধ্যেকার সমস্যা নিষ্পত্তির একমাত্র উপায় । একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরমাসে মালয়েসিয়ায় অনুষ্ঠেয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সুযোগে তিনি ইতিহাসের বিষয়ে টারো আসোর সঙ্গে মত বিনিময় করবেন এবং দক্ষিণ কোরিয়ার মতাধিষ্ঠান ব্যাখ্যা করবেন।

    জাপানের বৃহতম বিরোধী দল-- গণতান্ত্রিক পার্টির প্রতিনিধি মায়েহারা সেইজি ১ ডিসেম্বর টোকিওতে ভাষণ দেয়ার সময় জাপানের প্রধানমন্ত্রী জুনিছিরো কোইজুমির এশিয়া নীতির সমালোচনা করেছেন ।

    তিনি বলেছেন , প্রধানমন্ত্রী কোইজুমি যে একাধিক বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম শ্রেণীর যুদ্ধাপরাধীর স্মৃতি- ফলক সম্বলিত ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধতর্পন করেছেন , তা' চীন ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসারে বাধা সৃষ্টি করেছে এবং জাপানের জাতীয় স্বার্থের ক্ষতি করেছে।তিনি উল্লেখ করেছেন , জাপানকে আগ্রাসী যুদ্ধ বাধানোর দায়িত্ব গ্রহণের ভিত্তিতে ইয়াসুকুনি সমাধি প্রভৃতি ঐতিহাসিক সমস্যা নিষ্পত্তি করতে হবে ।

    দারফুর প্রশ্ন নিয়ে সপ্তম দফা শান্তি আলোচনা শুরু

    সুদান সরকার ও দারফুরের দু'টি সরকার বিরোধী সশস্ত্র শক্তি ২৯ নভেম্বর আবুজায় সপ্তম দফা শান্তি আলোচনা শুরু করেছে, যাতে আফ্রিকান ইউনিয়নের কাঠামোয় দারফুর সংঘর্ষ উপায় খুঁজে পাওয়া যায়। জাতি সংঘ মহাসচিব কোফি আনান তাকে স্বাগত জানিয়েছেন।

    শান্তি আলোচনার সমন্বয়কারী হিসেবে আফ্রিকান ইউনিয়নও প্রতিনিধি পাঠিয়ে এ বারকার শান্তি আলোচনায় অংশ নিয়েছে। আফ্রিকান ইউনিয়নের একজন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, এ বারকার শান্তি আলোচনায় দারফুর সংঘর্ষের রাজনৈতিক মোকাবেলা উপায়, দারফুর অঞ্চলের অধিকার ও শক্তি সম্পদের বিন্যাস, আঞ্চলিক নিরাপত্তা, মানবতাবাদী সংঘর্ষ নিষ্পত্তি ইত্যাদি প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। তিনি বলেছেন, বিভিন্ন পক্ষ একটি সার্বিক শান্তিপূর্ণ চুক্তি সম্পাদন করতে পারে, তার জন্যে আফ্রিকান ইউনিয়ন প্রয়াস করবে।