কাজাকস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ৫ ডিসেম্বর ঘোষণা করেছে যে , বর্তমান প্রেসিডেন্ট নাজারবায়েভ ৪ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠভোট পেয়ে কাজাখস্তানের প্রেসিডেন্ট পূণঃ নির্বাচিত হয়েছেন । চীনের এবং স্বাধীন রাষ্ট্রসমূহ কমওয়েল্থের পর্যবেক্ষক দল একই দিনে পৃথকপৃথকভাবে মন্তব্য করে বলেছে , এবারের নির্বাচন অবাধ, উন্মুক্ত ও বৈধ ।
প্রাথমিক ফলাফল অনুযায়ী নাজারবায়েভ ৯১.০১ শতাংশ ভোট পেয়েছেন । তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, " ন্যায়সংগত কাজাখস্তানের জন্য"নামক বিরোধী জটের নেতা জারমাখান তুয়াকবাই ৬.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ।
একই দিন সমর্থকদের সমাবেশে নাজারবায়েভ বলেছেন , তাঁর আগামী কার্যমেয়াদে তিনি কাজাখদের মাথাপিছু আয় দ্বিগুন এবং জাতীয় মোট উত্পাদনমূল্যআড়াইগুণ করার লক্ষ্যবাস্তবায়নকরার প্রচেষ্টাকরবেন ।
|