ইস্রাইলের প্রধানমন্ত্রী শ্যারং ও ওয়ার্কাস পার্টির সাবেক চেয়ারম্যান শিমোন পেরেজ ৪ ডিসেম্বর জেরুজালেমে এক যুক্ত সংবাদ সম্মেলনে বলেছেন , তারা হাতেহাত মিলিয়ে ইস্রাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবেন ।
শ্যারণবলেছেন , তাঁর নেতৃত্বাধীন ফরওয়ার্ডদল যদি আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়লাভ করে তাহলে তিনি নতুন সরকারে পেরেজকে তাঁর পছন্দেরযে কোনো পদে নিয়োগ দেবেন । তিনি বলেছেন , পেরেজ ইস্রাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন । শ্যারণ পুনরায় মধ্য প্রাচ্য শান্তির রোডম্যাপ পরিকল্পনা সমর্থন করার কথা ঘোষণা করেছেন ।
পেরেজ বলেছেন, তিনি শ্যারনের সঙ্গে গুরুত্বপূর্ণঅংশীদারীত্বের সম্পর্কপ্রতিষ্ঠা করছেন । এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নকে সামনে নিয়ে যাবে ।
পেরেজ ওয়ার্কাস পার্টি থেকে সরে এসে শ্যারনের ফরওয়ার্ডদলকে সমর্থন করার পর দুপক্ষএই প্রথমবার যুক্ত সংবাদ সম্মেলনআয়োজন করেছেন ।
|