v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-05 17:25:06    
৫ ডিসেম্বর

cri
    বিনোদন শিল্পের বিগ বস ডিজনীর জন্ম

১৯০১ সালের ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পের বিগ বস, মিকি মাওসের প্রতিষ্ঠাতা ডিজনী শিকাগোতে জন্ম গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত কাটুন স্রষ্টা ওয়াল্ট ডিজনী ১৯৫৫ সালে ডিজনী ওয়াল্ড প্রতিষ্ঠা করেন।

    সৌভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান অনুমোদিত

১৯৩৬ সালের ৫ ডিসেম্বর প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান অনুমোদিত হয়। ১৯৩৫ সালে সৌভিয়েত ইউনিয়নের রাজনীতি, অর্থনীতি আর সমাজের শ্রেণীর প্রকৃতির পরিবর্তন নিয়ে গবেষণা করার পর সৌভিয়েত ইউনিয়নের কনমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি মনে করে, ১৯২৪ সালে প্রণীত ফেডারেল সংবিধান সৌভিয়েত ইউনিয়নের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সৌভিয়েত ইউনিয়নের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি নতুন সংবিধান প্রনয়ণ করার প্রস্তাব উত্থাপন করে। ১৯৩৬ সালের ২৫ নভেম্বর মস্কোতে নিখিল সৌভিয়েতের অস্টম বিশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়। স্তালিন 'সৌভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান ' সম্পর্কে রিপোট দেন। ৫ ডিসেম্বর এই কংগ্রেসে নতুন সংবিধানের চূড়ান্ত দলিলপত্র অনুমোদিত হয়।

    মস্কো শহরের উপ-কন্ঠে সৌভিয়েত ইউনিয়ন জার্মান সৈন্যবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালায়

১৯৪১ সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জর্মান সৈন্যবাহিনী উত্তর , দক্ষিণ আর পশ্চিম দিকে মস্কো অবরোধ করে। বিমান বাহিনী আর কামান বাহিনীর সাহায্যে জার্মান সৈন্যবাহিনী মস্কোতে মোতায়েন সৌভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর উপর আকস্মিক আক্রমণ চালায়। তারা সব ধরনের ত্যাগ স্বীকার করে মস্কোতে প্রবেশ করতে চেয়েছিল।কিন্তু মার্শালজুকফুর নেতৃত্বাধীন ইউনিয়নের সৈন্যবাহিনী জার্মান সৈন্যবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালায়।

    একটি জাহাজডুবি দুর্ঘটনায় ২৩ জন চীনা নাবিক নিহত

১৯৮৭ সালের ৫ ডিসেম্বর পানামার জাতীয় পতাকা ধারী একটি মালবাহী জাহাজ স্পেনের উত্তর উপকূলীয় ফিনিস্টেলে জলসীমা থেকে প্রায় ১৫ নটিকল-মাইল দূরে যায়। জাহাজের ২৩জন চীনা নাবিক প্রাণ হারান। এই মালবাহী জাহাজে মোট ৩১জন চীনা নাবিক ছিলেন।

    হংকং আদালতে প্রথমবার চীনা ভাষায় মামলা পরিচালিত

১৯৯৫ সালের ৫ ডিসেম্বর হংকংএর সবোর্চ্চ আদালতে প্রথমবার চীনা ভাষায় একটি দেওয়ানী মামলা দায়ের করা হয়। এর আগে হংকংএর আইন জীবী মহলের ব্যক্তিরা মনে করেন, হংকংএর আদালতে চীনা ভাষা ব্যবহার করার সুযোগ পরিণত হয়েছে।

    ম্যাডেলিন অলব্রাইট যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী

১৯৯৬ সালের ৫ ডিসেম্বর ম্যাডেলিন অলব্রাইট যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হন।

চীন আর ব্রিটেনের মধ্যে 'চীন-ব্রিটেন সম্মেলন তিব্বত-ভারত চুক্তি' স্বাক্ষরিত হয়

১৮৯৩ সালের ৫ ডিসেম্বর চীন আর ব্রিটেনের মধ্যে 'চীন-ব্রিটেন সম্মেলন তিব্বত-ভারত চুক্তি' স্বাক্ষরিতহয়।