চীনের ব্যাংকিং শিল্প তত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লিউ মিন খাং ৫ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন আন্তর্জাতিক বাজারে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রির মানে সস্তা দামে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিক্রি নয় ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যলয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিউ মিন খাং আরো বলেছেন , চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার কিনতে চাইলে যোগ্য পুঁজিবিনিয়োগকারীদেরকে চীনের ব্যাংকিং শিল্প তত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির প্রণীত কড়া মানদণ্ড মানতে হবে । ব্যাংকের সমর্থন পাওয়া বিদেশের পুঁজিবিনিয়োগকারীরা বড় জোর শুধু চীনের দুটো বাণিজ্য ব্যাংকে পুঁজি বিনিয়োগ করতে পারে ।
লিউ মিনখাং আরো বলেছেন বিদেশের পুঁজিবিনিয়োগকারীরা দীর্ঘকাল ধরে চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে সহযোগিতা করলেই কেবল মুনাফা পেতে পারবে ।
|