৫ ডিসেম্বর ৯টা পর্যন্তই সর্বশেষ হিসাব অনুযায়ী চীনের উত্তর-পূর্বাঞ্চলের হেই লোংচিয়াং প্রদেশের ছি থাইহো খনির বিপর্যয়ে মোট ১৭০ লোক নিহত হয়েছেন। অন্য এক নিখোঁজ লোকের উদ্ধার কাজ এখনও চলচ্ছে।
২৭ নভেম্বর রাতে হেই লোংচিয়াং প্রদেশের ছি থাইহো শহরের একটি কয়লা-খনিতে বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক বিশলেষণের পর এবারকার ঘটনার কারণ হচ্ছে কয়লা ধূলোর বিস্ফোরণ। তা হচ্ছে ১৯৪৯ সালের পর থেকে চীনে সংঘটিত একুশটি গুরুতর কয়লা খনির দুর্যোগের অন্যতম, প্রতিটি দুর্ঘটনায় অন্তত শতাধিক লোক নিহত হয়।
|