৩ ডিসেম্বর তাইওয়ানের জেলা ও শহরের মেয়র নির্বাচনেরফলাফল সম্পর্কেমন্তব্য করে ৪ ডিসেম্বর প্রকাশিত তাইওয়ান ও ম্যাকাওয়ের পত্রপত্রপত্রিকার ভাষ্যে উল্লেখ করা হয়েছে যে , এথেকে প্রমানিত হয়েছে যে , ভোটাররা মিনচিন পার্টি কর্তৃপক্ষের প্রতিতাদের আস্থা হারিয়েছেন ।
" লিয়েন হো পাও" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে যে , এবারের নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায় , ভোটাররাছেনসুইপিয়ের প্রশাসন ও রাজনৈতিক রীতিনীতি মোটেই পছন্দ করেন না
"শিল্প-বাণিজ্য টাইমস" পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে যে , লিয়েন চান ও সুং ছুইয়ু পরপর চীনের মূলভূভাগে সফর করে তাইওয়ান দ্বীপের জনসাধারণের উচ্চস্বীকৃতি পেয়েছে । এবারের নির্বাচনের ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে , দুপারের শান্তি , জীবনধারা ও অর্থনীতির পক্ষে সহায়ক এমন কাজকর্ম ত্বরান্বিত করলে বেশীর ভাগ জনসাধারণের সমর্থন পাবে ।
ম্যাকাও ডেইলী পত্রিকা সম্পাদকীয় প্রকাশ করে বলেছে যে , নির্বাচনটি পুরোপুরিভাবে তাইওয়ানবাসীদের ইচ্ছা প্রতিফলিত করেছে ।
|