৩ ডিসেম্বর ইউক্রেন ক্রিমিয়া স্বায়ত্ত শাসিত প্রজাতন্ত্রের কিছু জায়গায় জরুরী অবস্থা ঘোষণা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইউশেন্কো একই দিনে বার্ড-ফ্লু মোকাবেলার জন্য জরুরী সম্মেলনে সভাপতিত্ব করেছেন। সম্মেলনে বার্ড-ফ্লু প্রকোপ পীড়িত অঞ্চলে অবিলম্বে জরুরী অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরী অবস্থা মোকাবেলা বিভাগের মহাপরিচালক ভিক্টোর বালোগার নেতৃত্বে বার্ড-ফ্লু নির্বারনের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ইউশেন্কো কমিটিটিকে প্রতিদিন তাঁকে প্রকোপ অঞ্চলের অবস্থা জানানোর নির্দেশ দিয়েছেন। পরিচালনা কমিটির সদস্যরা দুর্গত এলাকায় গিয়েছেন।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় ৩ ডিসেম্বর স্বীকার করেছে যে, দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া স্বায়ত্ত শাসিত প্রজাতন্ত্রের কিছু হাঁসমুরগী বার্ড-ফ্লু রোগে মেরে গেছে। ইউক্রেনে ২০০৫ সালে এই প্রথম বার্ড-ফ্লু ভাইরাস ধরা পড়েছে।
|