 ৭ জাতি গোষ্ঠীর অর্থ মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরদের দু'দিনব্যাপী সম্মেলন ৩ ডিসেম্বর লন্ডনে সমাপ্ত হয়েছে । সম্মেলনে বাণিজ্যের অবাধায়ন নিয়ে একটি ইস্তাহার প্রকাশিত হয়েছে ।
ইস্তাহারে বলা হয়েছে , ২০০৬ সালের শেষে তোহা রাউন্ডের আলোচনায় ইতিবাচক সাফল্য অর্জিত হলে তা দারিদ্র্য বিমোচন ও বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ । সুতরাং চলতি মাসে হংকংয়ে অনুষ্ঠিত্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিভিন্ন পক্ষের উচিত সুযোগ আকড়ে ধরে সার্বিক উন্নয়ন চুক্তি স্বাক্ষর করা , এবং তোহা রাউন্ডের আলোচনার ইতিবাচক অগ্রগতিকে ত্বরান্বিত করা , যাতে উন্নয়নশীল দেশ , বিশেষ করে সবচেয়ে পশ্চাত্পদ দেশের উত্কন্ঠা দূর করা যায় ।
|