২ ডিসেম্বর প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের জোগবি আন্তর্জাতিক জনমত তদন্ত সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে , আরব দেশগুলোর জনসাধারণ মধ্যপ্রাচ্য বুশ সরকারের প্রচারিত "গণতন্ত্র" সম্পর্কে সন্দেহ পোষণ করেন । তাঁদের মতে , ইরাকে মার্কিনযুক্তরাষ্ট্রের আক্রমণের জন্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বহুলাংশে কমেছে ।
গত অক্টোবর মাসে জর্দান , মরক্কো , সৌদি আরব মিসর ও সংযু্ক্ত আরব আমিরাতে যে জরীপ চালানো হয়েছে তাতে জানা গেছে যে , শতকরা ৬৯ জন প্রশ্নের উত্তরদাতা মনে করেন , মধ্যপ্রাচ্যের তেল , ইস্রাইল রক্ষা করা , এই অঞ্চল নিয়ন্ত্রণ করা এবং আরব দুনিয়াকে দুর্বল করাই বিশাল মধ্যপ্রাচ্যে মার্কন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নের আসল উদ্দেশ্য । শতকরা ৭৮ জন প্রশ্নের উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের বাঁধা ইরাক যুদ্ধই সন্ত্রাসী তত্পরতা বৃদ্ধির কারণ ।
জরীপের ফলাফল থেকে জানা গেছে যে , অধিকাংশ প্রশ্নের উত্তরদাতা মনে করেন , যে সব দেশ আরব দেশগুলোর প্রতি ভয়ংকর হুমকি সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম । আরব দেশের জনসাধারণের মতে , প্রেসিডেন্ট বুশ সর্বাপেক্ষা অবাঞ্ছিত রাজনীতিবিদদের কাতারে স্থান পেয়েছেন ।
|