ওপেক সংস্থার পালাক্রমিক চেয়ারম্যান , কুয়েটের শক্তিমন্ত্রী আহমেদ আল ফাহাদ সাবাহ ২ ডিসেম্বর ভিয়েনায় তেলব্যবহারকারী দেশগুলোর উদ্দেশ্যে তেলশোধন ব্যবস্থার অর্থবিনিয়োগ বাড়িয়ে দেয়া , তেলশোধনের ক্ষমতা বাড়ানো এবং ওপেক সংস্থার সঙ্গে মিলে অশোধিত তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার আহবান জানিয়েছেন ।
জ্বালানি শক্তিসম্পদম্পর্কেওপেক ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয়দফা সংলাপ সম্মেলন শেষে ফাহাদ সাংবাদিকদের বলেছেন , আসন্ন মন্ত্রী সম্মেলনে ওপেক অশোধিত তেলের পরিমান কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেবে না বলে তিনি অনুমান করেন । তিনি বলেছেন , তেল ব্যবহারকারী দেশগুলো পুনরায় নিজেদের কর নীতি বিবেচনা করবে বলে তিনি আশা করেন ।
এই দফার সম্মেলনে অংশগ্রহণকারী ইউরোপীয় ইউনিয়নের শক্তিসম্পদবিষয়ক কমিটির সদস্য আন্দ্রিস পিয়েবাল্গস এই দাবী সম্পর্কে বলেছেন , পরিবেশ রক্ষা ও ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিশক্তির অভাবের বাস্তব অবস্থা বিবেচনা করে কড়াকড়ি কর নীতি কার্যকরী করা প্রয়োজনীয় ।
অন্য এক খবরে প্রকাশ , আবহাওয়ার পূর্বাভাষঅনুযায়ী যুক্তরাষ্ট্রেরআংশিক এলাকার আবহাওয়া আরও ঠান্ডা হবে । প্রাকৃতিক গ্যাসের ফিউচার্স মূল্যবৃদ্ধির প্রভাবে ২ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারের অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলআবার ৫৯ মার্কিন পয়সায় দাঁড়িয়েছে ।
|