কয়লা খনির দুর্ঘটনা কমানোর জন্যে চীন পরবর্তী তিন বছরের মধ্যে ১৪ হাজার ক্ষুদ্র কয়লা খনি বন্ধ করবে ।
চীনের রাষ্ট্রীয় কয়লা খনির নিরাপত্তা তত্ত্বাবধান অধিদপ্তরের মহাপরিচালক চাও থিয়েছুই ৩ ডিসেম্বর হেইলুংচিয়াং প্রদেশের ছিথাইহো শহরে এই কথা বলেছেন ।
বর্তমান চীনে মোট ২৪ হাজার ক্ষুদ্র কয়লা খনি আছে এবং তা গোটা চীনের কয়লা উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের ৭০ শতাংশ । এই সব ক্ষুদ্র কয়লা খনিতে কয়লা সম্পদ সাংঘাতিকভাবে নষ্ট হয় এবং মাঝেমাঝে দুর্ঘটনা ঘটে , আশেপাশের পরিবেশ দূষিত হয় । এটা চীনের কয়লাখনির নিরাপত্তারপ্রতি গুরুতর হুমকী সৃষ্টিকরে ।
চাও থিয়েছুই উল্লেখ করেছেন যে ,ক্ষুদ্র কয়লাখনি বন্ধ করা এবং নতুন করে যুক্ত করার পদ্ধতির মাধ্যমে চীন পরবর্তী তিন বছরের মধ্যে ক্ষুদ্র কয়লা খনির সমস্যার সমাধান করবে । তিনি জোর দিয়ে বলেছেন , ক্ষুদ্র কয়লা খনিগুলোকে বন্ধ করা হলে চীনের কয়লার সরবরাহ কমবে ।ক্ষুদ্র কয়লাখনি বন্ধ করার কারণে কয়লার যে অভাব দেখা দেবে রাষ্ট্রায়াত্ত কয়লা খনিগুলো পুরোপুরি তা পূরণ করতে পারবে ।
উল্লেখ করা যেতে পারে যে , ২৭ নভেম্বর সন্ধ্যায় ছিথাইহো কয়লা খনির বিস্ফোরণে এক শতাধিক শ্রমিক নিহত হয়েছেন ।
|