ভারতের প্রতিরক্ষ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৩ ডিসেম্বর বলেছেন, ভারত পূর্বাঞ্চলের ওড়িসা রাজ্যের চান্দিপুর উতক্ষেপন কেন্দ্রে সাফল্যের সঙ্গে নিজস্ব গবেষণায় তৈরী আকাশ নামক ভূমি-থেকে-আকাশ গামী মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত উতক্ষেপন করেছে।
তিনি বলেছেন, ক্ষেপনাস্তটি সঠিকভাবে লক্ষ্যবস্তুকে বিঁধেছে। এ নিয়ে ভারত চার বার এ ধরণের ক্ষেপনাস্ত উতক্ষেপন করলো।
|