উন্নয়নশীল দেশের উদ্দেশ্যে চীন বৈজ্ঞানিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করতে শুরু করেছেন । সম্প্রতি প্রথম প্রশিক্ষণ কোর্সে মোঙ্গলিয় , উত্তর কোরিয়া , কিউবা ও জাম্বিয়া ইত্যাদি ১৮টি দেশের ৩৩ জন সরকারী কর্মকর্তা অশগ্রহণ করেছেন ।
৩ ডিসেম্বর পিপলস ডেইলির খবরে প্রকাশ , এই সব কর্মকর্তা প্রধানতঃ বিজ্ঞাণ ও অর্থনীতি বিভাগের দায়িত্ব পালন করেন । তাঁরা পেইচিংয়ে ২০ দিনের প্রশিক্ষণ কোর্স গ্রহণ করবেন এবং প্রধানতঃ বৈজ্ঞানিক উপায়ে অর্থনীতি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিতের নীতি ও অভিজ্ঞতা বিনিময় করবেন , এরপর তাঁরা চীনের কুয়াং তুং গিয়ে ৪ দিন পরিদর্শন করবেন ।
|