বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সা সম্পর্কিত এক সেমিনার ২ ডিসেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে। চীনে "গুরুতর ফ্লু ও বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সা পদ্ধতি" গবেষণাও সঙ্গে সঙ্গে শুরু হয়েছে।
চীনের সরকারী সংস্থার উদ্যোগে আয়োজিত এই সেমিনারের প্রধান লক্ষ্য হলো বার্ড-ফ্লু রোগীদের চিকিত্সার অভিজ্ঞতার সারসরকলন করে আরো কার্যকর ও উপযুক্ত চিকিত্সা পদ্ধতি গবেষণা করা। যাতে বার্ড-ফ্লু রোগীদের মৃত্যু হার কমে যায়।
এ পর্যন্ত, চীনে শনাক্ত করা তিনজন বার্ড-ফ্লু রোগীদের মধ্যে দুজন মারা গেছেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে ঐতিহ্যিক চীনা চিকিত্সা পদ্ধতির সঙ্গে পাশ্চাত্য চিকিত্সা পদ্ধতিকে সংযুক্ত করে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন চিকিত্সা পদ্ধতি প্রয়োগ করা উচিত।
|