|
|
(GMT+08:00)
2005-12-02 20:15:08
|
বিশেষজ্ঞদের মতে তিন গিরিখাত চিয়াংসি জিওচিয়াংয়ের ভূমিকম্পের উত্স নয়
cri
২ ডিসেম্বর চীনের বিশেষজ্ঞরা বলেছেন, ' তিন গিরিখাত চিয়াংসি প্রদেশের জিওচিয়াংয়ের ভূমিকম্প সৃষ্টি করেছে' বলে যে গুজব বেরিয়েছে, তা একেবারে ভিত্তিহীন। ইয়াংসি নদীর তিন গিরিখাত প্রকল্প হল চীনের বৃহত্তম জলসেচ প্রকল্প। এই তিন গিরিখাত হুপেই প্রদেশের ইছাং শহরে অবস্থিত। গত ২৬ নভেম্বর হুপেই প্রদেশ সংলগ্ন চিয়াংসি প্রদেশের জিওচিয়াং জেলায় রিখটার স্কেলের ৫.৭ ডিগ্রির ভূমিকম্প হয়েছে।এর পর দেশে-বিদেশে 'তিন গিরিখাত প্রকল্প চিয়াংসি প্রদেশের জিওচিয়াংএর ভূমিকম্প 'সৃষ্টি করছে বলে গুজব রটানো হয়েছে । তিনি গিরিখাত ভুতত্ত্ব অনুসন্ধানের দায়িত্বশীল ব্যক্তি , অধ্যাপক ছেন দে জি বলেছেন, তিন গিরিখাত অঞ্চল আর জিওচিয়াং অঞ্চল পুরোপুরি ভিন্ন ভূকম্প এলাকায় অবস্থিত। জিওচিয়াংয়ের ভুকম্পের ভুতত্ত্বের সঙ্গেতিন গিরিখাতের কোন সম্পর্ক নেই। হুপেই প্রদেশের ভুকম্প পযর্বেক্ষণ পুর্বাভাস কেন্দ্রের পরিচালক গান জিয়া সি বলেছেন, এবারকার ভূকম্প পুরোপুরি একটি কাঠামো ভূকম্প এতে , অন্যান্য উপাদান ছিল না।
|
|
|