চীনে মাদক সেবকদের মাদকাসক্তি দূর করার জন্য মেথাডোনের সাহায্যে পরীক্ষামূলক চিকিত্সা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং এই পদ্ধতির ব্যবহার ক্রমাগত বিস্তৃত হচ্ছে । এক বছর আগে সি ছুয়ান , চেচিয়াং প্রভৃতি প্রদেশে এই ধরণের চিকিত্সা পদ্ধতি চালু হবার পর ১ ডিসেম্বর দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের একটি হাসপাতালেও এই ধরণের চিকিত্সা পরিসেবা খোলা হয়েছে । যার ফলে এই প্রদেশে মাদক সেবনের জন্য এইডজের বিস্তার রোধের একটি অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ।
জানা গেছে , বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলের ১২৭টি জায়গায় মেথাডোনের সাহায্যে মাদক সেবকদের মাদকাসক্তি দূর করার ব্যবস্থা নেয়া হচ্ছে । পরবর্তী ৫ বছরের মধ্যে চীনের ১ হাজার জায়গায় এই ধরণের পরিসেবা খুলবে । তখন ২ লক্ষ মাদক সেবককে চিকিত্সা দেয়া হবে ।
|