চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যলয়ের উপপরিচালক ওয়াং ঝাইসি পয়লা ডিসেম্বর ওয়াশিংটনে জোর দিয়ে বলেছেন, তাইওয়ান প্রশ্ন সরাসরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এতে বিদেশী হস্তক্ষেপ অবাঞ্ছনীয়।
তিনি আরো বলেছেন, ২০০৫ সালে প্রণালীর দু'তীরের পরিস্থিতির সক্রীয় পরিবর্তন হয়েছে। কিন্তু "স্বাধীন তাইওয়ানবাদীদের" বিভক্তি তত্পরতা কখনও বন্ধ হয় নি। তাইওয়ান কর্তৃপক্ষের এক চীননীতি গ্রহণ না করা এবং "১৯৯২ সালের মতৈক্য" স্বীকার না করার কারণে দু'তীরের মধ্যে সংলাপ ও আলোচনা আবার শুরু হয় নি।
তিনি বলেছেন, মূলভূভাগ সর্বান্তঃকরণে দু'তীরের সংলাপ আর আলোচনা আবার শুরু ও দু'তীরের শান্তিপূর্ণ একায়নের প্রয়াস চালায়, তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে সংলাপ ও আলোচনার দরজা সর্বক্ষণ খুলে রাখে। তাইওয়ান কর্তৃপক্ষ "১৯৯২ সালের মতৈক্য" স্বীকার করলে, দু'তীরের সংলাপ ও আলোচনা যে কোন সময় আবার শুরু হবে। এ অবস্থান বরাবরের এবং কখনও তার পরিবর্তন হবে না।
|