চীনের বস্ত্র শিল্প সমিতির অনুমান অনুযায়ী , এ বছর বানিজ্য বিরোধ বেশী হলেও চীনের বস্ত্র পন্যের রপ্তানি মূল্য গত বছরের চেয়ে ২০ শতাংশ বেড়ে ১১৬ বিলিয়ন মার্কিন ডলার হবে । রপ্তানি বাড়ার প্রধান কারণ হলো স্থির পরিসম্পদ খাতে অর্থবিনিয়োগ বৃদ্ধি আর বস্ত্র শিল্পে উন্নত প্রযুক্তির প্রয়োগ । ফলে বস্ত্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বেড়েছে ।
জানা গেছে , গত বছর চীনের বস্ত্রপন্যরপ্তানির মোট মূল্য ছিল ৯৭.৩ বিলিয়ন মার্কিন ডলার ।
|