রাশিয়ার অনুরোধে ২ ডিসেম্বর চীন ও রাশিয়া মিলিতভাবে হেইলুনং চিয়াং প্রদেশের মু লান জেলায় সোং হুয়া নদীর দুষণ অবস্থা পর্যবেক্ষণ করেছে ।
গত মাসের মাঝামাঝি সময় সোং হুয়া নদীর উচ্চ অববাহিকার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটার পর সোং হুয়া নদীর পানি গুরুতরভাবে দুষিত হয়েছে । বর্তমানে দুষিত পানি নিম্ন- অববাহিকায় অবস্থিতমু লান জেলা অতিক্রম করছে । সোং হুয়া নদী চীন ও রাশিয়ার সীমান্ত অঞ্চলের হেইলুং চিয়াং নদীতে গিয়ে মিশেছে বলে রাশিয়া সোং হুয়া নদীর দুষণকে বেশী গুরুত্ব দিচ্ছে , চীন রাশিয়াকে একাধিকবার দুষণের অবস্থাজানিয়েছে ।
২ ডিসেম্বর চীন ও রাশিয়ার প্রযুক্তিবিদরা মু লান জেলায় সোং হুয়া নদীর পানি পরীক্ষা করেছেন । দু পক্ষ এই সিদ্ধান্তও নিয়েছে যে তারা হেইলুং চিয়াং নদী ও সোং হুয়া নদীর সংযোগস্থলে আরেকবার পানি পরীক্ষা করবে ।
|