রুশ বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ ইয়ুরি বালুয়েরস্কি পয়লা ডিসেম্বর বলেছেন, রাশিয়া এবং নেটো আগামী দু'বছরে ধারাবাহিক যৌথ সামরিক মহড়া আয়োজন করবে। দু'পক্ষের সহযোগিতা পারস্পরিক উপকারিতামূলক ভিত্তিতে উন্নত হচ্ছে।
বালুয়েরস্কি তথ্যমাধ্যমকে বলেছেন, রুশ পক্ষ উপলবদ্ধি করেছে যে, সামরিক বৈরীতা রাশিয়ার অভীষ্ট লক্ষ্য নয়। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা করা নেটোর জন্যে খুব গুরুত্বপূর্ণ। দু'পক্ষ মিল খুঁজে বের করলে খুব সহজে বিভিন্ন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। তিনি বলেছেন, রাশিয়া রুশ সৈন্য বাহিনীর সন্ত্রাস দমনে অংশগ্রহণ প্রসঙ্গে রাজনৈতিক ও সামরিক খসড়া প্রস্তাব নেটোকে দিয়েছে। এই খসড়া প্রস্তাব অনুসারে রাশিয়া নেটোর বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ বহুপাক্ষিক সামরিক মহড়া চালানোর পরিকল্পনা আঁটছে।
রাশিয়া এবং স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথের সম্পর্ক প্রসঙ্গে বালুয়েরস্কি বলেছেন, রাশিয়া তাদের "বড় ভাই" হতে চায় না। তিনি আরো বলেছেন, স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথ দেশগুলোর উচিত নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করা। পক্ষান্তরে তথাকথিত মখমল বিপ্লব ও রঙিণ বিপ্লবের মাধ্যমে তাদের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে তোলা উচিত নয়।
|