দু'দিনব্যাপী চতুর্থ চীন-জাপান অর্থনৈতিক অংশীদারি বিষয়ক সংলাপ পয়লা ডিসেম্বর টোকিওতে উদ্বোধন হয়েছে।
সেদিন, যথাশীঘ্র চীনের বাজার-অর্থ নীতির অবস্থান জাপানের স্বীকৃতি দান, পুঁজি-বিনিয়োগ পরিবেশের সংষ্কার ও চীনে জাপানী পুঁজি-বিনিয়োগের নতুন ঝুঁকি ইত্যাদি প্রশ্ন নিয়ে চীন জাপানের সঙ্গে আলোচনা করেছে, এবং জাপানের কাছে চীনের অর্থনীতির উন্নয়নের অবস্থা ও "৫ নভেম্বর" পরিকল্পনা সংশ্লিষ্ট বিষয় ব্যাখ্যা করেছে।
জাপান মেধাস্বত্ব সুরক্ষা, চীন-জাপান পুঁজি-বিনিয়োগ চুক্তি, চীনের পুঁজি-বিনিয়োগ ও পরিসেবা উন্মূক্তকরণ, ডাম্পিং বিরোধী ব্যবস্থা, কৃষিজাত দ্রব্যের পরীক্ষা ইত্যাদি প্রশ্ন নিয়ে মত প্রকাশ করেছে।
দু'পক্ষ পূর্ব এশিয়া আঞ্চলিক সহযোগিতা, শক্তি সম্পদ সহযোগিতা, হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী সম্মেলন ইত্যাদি অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে মত বিনিময় করেছে, এবং কিছু ক্ষেত্রে একমত হয়েছে।
|