ইউরোপীয় ইউনিয়ন ১ ডিসেম্বর পুনরায় ঘোষণা করেছে , ই ইউ ২০১০ সালের আগে অর্থাত্ কিয়োটো প্রটোকলে নির্ধারিত সময়সীমার দু বছর আগে কলকারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাস কমানোর লক্ষ্য বাস্তবায়ন করবে । ।
একই দিন ইউরোপীয় পরিষদের পরিবেশ বিষয়ক কমিশনার স্টাভরোস দিমাসের একটি রিপোর্টে বলা হয়েছে , ই ইউর ১৫টি পুরনো শিল্পোন্নত দেশ ২০১০ সালের আগে কলকারখানার নিঃসৃত বিষাক্ত গ্যাসের পরিমাণ ১৯৯০ সালের চেয়ে ৯.৩ শতাংশ কমিয়ে দিতে পারবে । ই ইউর ২৫টি সদস্যদেশের নিঃসৃত বিষাক্ত গ্যাসের পরিমান ১৯৯০ সালের চেয়ে ১১ শতাংশ কম হবে ।
দিমাস আরোবলেছেন , বর্তমানে ই ইউর ১৭টি সদস্য সময়মতো এই লক্ষ্য বাস্তবায়নের কথা দিয়েছে , অন্যান্য সদস্যদেশ এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা তৈরী করছে ।
|