১ ডিসেম্বর সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এবং জার্মানীর প্রধানমন্ত্রী মের্কেলের মধ্যে টেলিফোন যোগে কথাবার্তা হয়েছে। ওয়েন চিয়াপাও মের্কেলকে জার্মানীর প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দিত করেছেন এবং তাঁর সঙ্গে চীন ও জার্মানীর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক আরো জোরদার করা নিয়ে মত বিনিময় করেছেন। দু'পক্ষই চীন ও জার্মানীর সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিলিত প্রয়াস চালানোর সংকল্প প্রকাশ করেছে।
ওয়েন চিয়া পাও চীন সরকার আগের মত ভবিষ্যতেও জার্মানীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেবে। তিনি দু'পক্ষের উচ্চ পর্যায়ের আদানপ্রদান অব্যাহতভাবে বজায় রাখা, রাজনৈতিক সংলাপ ও পরামর্শ জোরদার করা, দু'দেশের আর্থ-বাণিজ্য , বিজ্ঞান ও প্রযুক্তি , শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা সক্রীয়ভাবে ত্বরান্বিত করার আশা প্রকাশ করেছেন।
মের্কেল জোর দিয়ে বলেছেন, জার্মানীর নতুন সরকার একচীন নীতি দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি আশা করেন, গত কয়েক বছরের মত দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে চলবে এবং চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারিত হবে।
|