v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-02 10:12:00    
৪ ডিসেম্বর

cri
** মার্কিন যুক্তরাষ্ট্র "জেমিনি ৭" নামক নভোযান উত্ক্ষেপন করে

    ১৯৬৫ সালের ৪ঠা ডিসেম্বর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় বিকেল সাতটা ত্রিশ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্র কেনেডী কেপ থেকে হারকিউলিস-২ রকেট দিয়ে "জেমিনি ৭." উপগ্রহ ধরণের নভোযান উত্ক্ষেপন করে ।

    এই নভোযানটির ওজন তিন হাজার দু শো উননব্বই কিলোগ্রাম । এটি উত্ক্ষিপ্ত হওয়ার ছয় মিনিট পর কক্ষপথে প্রবেশ করে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় রাত নয়টা ছয় মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে । পৃথিবী থেকে তার নিকটতম দূরত্ব একশো একষট্টি কিলোমিটার আর দূরবর্তী দূরত্ব তিনশো পঁচিশ কিলোমিটার ।

** সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাশূন্য ভূতাত্ত্বিক মানচিত্র তৈরী করে

    ১৯৮৬ সালের ডিসেম্বর মাসের প্রথমদিকে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম "মহাশূন্য ভূতাত্ত্বিক মানচিত্র" তৈরী করে । আট বর্গমিটার আয়তন বিশিষ্ট এই ভূতাত্ত্বিক মানচিত্র সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ ও কক্ষপথ স্টেশনের তোলা ফটোগুলো অনুসারে তৈরী হয়েছে এবং লেনিন গ্রেদে প্রদর্শিত হয় । এই মানচিত্রের সাহায্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য পরিষ্কারভাবে জানা যায় এবং কাস্পিয়ান সাগরের উত্তরাংশের উপকূল বরাবর সম্ভাবনাময় তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র , কাজাখ্স্তানের নতুন খনি , সাইবেরিয়ার হীরক ও দূরপ্রাচ্যের কয়লাখনি আবিষ্কার করা যায় । মহাশূন্য ভূতত্ত্বের উচ্চতর অর্থনৈতিক ফলপ্রসূতা আছে ।কক্ষপথ থেকে তোলা একটি ফটোতে সতেরো হাজার বর্গকিলোমিটারের আয়তন অন্তর্ভুক্ত করা যাবে । বিমানের সাহায্যে জরীপ চালানোর চেয়ে তিন বছর সময় বাঁচানো যাবে এবং একটি সাধারণ ভূতাত্ত্বিক দলের হেঁটে জরীপ চালানোর চেয়ে সত্তর বছর আগে ফল পাওয়া যাবে ।

** চীন শুল্ক আর বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির স্বাক্ষরদাতা দেশের আসন আবার প্রতিষ্ঠার আহ্বান জানায়

    ১৯৯১ সালের ৪ ডিসেম্বর চীনের প্রতিনিধি জেনেভায় শুল্ক আর বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির স্বাক্ষরদাতা দেশের সম্মেলনে শুল্ক আর বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির স্বাক্ষরদাতা দেশের সমস্যার আলোচনার প্রক্রিয়া দ্রুত করে, চীনের স্বাক্ষরদাতা দেশের আসন যথাশিঘ্রই পুনপ্রতিষ্ঠার আহ্বান জানান। চীনের প্রতিনিধি ফান কুওসিয়াং ৪৭তম শুল্ক আর বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির স্বাক্ষরদাতা দেশের সম্মেলনে বলেন, চীন অথনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থায় বিরাট সংস্কার করেছে এবং অবাধ বাণিজ্যের কতকগুলো ব্যবস্থা নিয়েছে। এটা শুল্ক আর বাণিজ্য বিষয়ক সাধারণ চুক্তির স্বাক্ষরদাতা দেশের আসন আবার প্রতিষ্ঠার জন্যে দৃঢ় ভিত্তি স্থাপন করেছে ।

** ফ্রান্সে মিছেল গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টির প্রথম নেত্রী নির্বাচিত

    ১৯৯৯ সালের ৪ ডিসেম্বর মিছেল ফ্রান্সের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্টির প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন ।

    তিনি বই পড়তে পছন্দ করেন। বিশেষ করে আইন, দর্শন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের বইগুলো পড়তে পছন্দ করেন। তিনি খেলাধুলাও পছন্দ করেন । প্রতিদিন ভোরে উঠে প্রথম বিশ মিনিট ধরে শরীর চর্চা করেন , তারপর ঠন্ডা পানিতে সনান করেন। ছুটিতে তিনি মাঝে মাঝে প্যারাসুট লাফ, স্কি , ঘোড়ায় চড়া ইত্যাদি খেলা করেন ।