** সংযুক্ত আরব আমীরাত আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
১৯৭১ সালের ২ ডিসেম্বর আরব উপসাগরীয় অঞ্চলের ছ'টি আমীরাতকে নিয়ে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমীরাত প্রতিষ্ঠিত হয়।
এই ছ'টি আমীরাত দীর্ঘকাল ধরে বৃটেনের তথাকথিত "সংরক্ষণের" অধীন ছিলো ।
সংযুক্ত আরব আমীরাত প্রতিষ্ঠার দিন সকালে এই ছ'টি আমীরাতের শাসকরা দুবাইতে একটি সম্মেলনে আবুধাবির শাসক জাইয়েদ-বিন-সুলতান-আল-নাহিয়ানকে সংযুক্ত আরব আমীরাতের প্রেসিডেন্ট আর দুবাইয়ের শাসক রশিদ-বিন-সাইদ-মাক্তোমকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেন । তাঁদের দু'জনেরই কার্যমেয়াদ পাঁচ বছর । তারা সংবিধানের প্রণালী অনুসারে শপথ গ্রহণ করেন ।
সম্মেলনে দুবাইয়ের যুবরাজ মাক্তোম-বিন-রশিদ-মাক্তোমকে সংযুক্ত আরব আমীরাতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় ।
৬ই ডিসেম্বর আরব লীগের এক বিশেষ অধিবেশনে এই লীগে সংযুক্ত আরব আমীরাতের যোগদান অনুমোদিত হয় এবং সংযুক্ত আরব আমীরাত এই লীগের অষ্টাদশ সদস্যরাষ্ট্রে পরিণত হয় ।
** ফোর্ডের মাও সেতুংয়ের সঙ্গে সাক্ষাত্
১৯৭৫ সালের ২ ডিসেম্বর বিকালে চেয়ারম্যান মাও সেতুং সফররত মার্কন প্রেসিডেন্ট কেরালড রুডোলফ ফোর্ড, তাঁর স্ত্রী বেটি ফোর্ড এবং তাঁর সফরসংগীদের সঙ্গে সাক্ষাত্ করেন। চেয়ারম্যান মাও সকল মার্কিন অতিথিদের সঙ্গে যথাক্রমে করমর্দন করার পর বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে ব্যাপক সমস্যা নিয়ে নিষ্ঠানবান ও তাত্পর্যপূর্ন কথাবার্তা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড হচ্ছেন ২৯ নভেম্বর সকালে বিমানে করে রাজধানী ওয়াশিংটন ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি বলেন " সেই মহান দেশের সঙ্গে নতুন সম্পর্ক জোরদার করার জন্য আমি চীন গণপ্রজাতন্ত্রে যাচ্ছি।" তিনি আরো বলেন " বর্তমানে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার পারস্পরিক মর্যাদা দানের নতুন সম্পর্ক এশিয়ার স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার পক্ষে সহায়ক হবে ।
১ ডিসেম্বর ফোর্ড পেইচিংয়ে পৌঁছেন। প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী তেং সিওফিং, লি সিয়াননিয়ান প্রমুখ নেতারা বিমান বন্দরে তাঁকে সাগত জানান । ৫ ডিসেম্বর ফোর্ড পেইচিং ত্যাগ করেন।
** সুপার কম্পিউটারের জন্ম
১৯৯৬ সালের ২ ডিসেম্বর মার্কিন ইন্টার কোম্পানি শক্তিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটার অবিষ্কার করেন। প্রতি-সেকেন্ডে ১.৪ ট্রিলিয়ন বার হিসাব করা যায়। সুপার কম্পিউটার উন্নয়নের ইতিহাসে এই প্রথম এমন রেকর্ড স্থাপন করা হল। জানা গেছে, এই কম্পিউটা উন্নয়নের কাজে মোট সাড়ে ৫ কোটি মার্কিন ডলার ব্যয় হয়। এর আগে জাপান ১৯৯৫ সালে সর্বোচ্চ সুপার কম্পিউটার তৈরী করে, যা প্রতি-সেকেন্ডে ৩৬৮ বিলিয়ন বার হিসাব করতে পারে। কিন্তু মার্কিন কোম্পানির সুপার কম্পিউটার তার তিন গুণ ।
**সোভিয়েত ইউনিয়নের সামরিক নেতা জুকোভের জন্ম
১৮৯৬ সালের ২ ডিসেম্বর , সোভিয়েত ইউনিয়োনের সামরিক নেতা জুকোভের জন্ম হয় । তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সমরবাদী এবং বিশিষ্ট রণরীতিবিদ । দ্বিতীয় বিশ্ব যুদ্ধে তাঁর অসাধারণ অবদানের জন্য বলে সোভিয়েত জনগণের মনে তিনি একজন জাতীয় বীর হয়ে দাঁড়িয়েছেন ।
|