|
|
(GMT+08:00)
2005-12-01 21:07:24
|
সুংহুয়া নদীর পানি দূষণ মোকাবেলায় চীন আন্তর্জাতিক সহযোগিতা চায়
cri
১ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন, জরুরীভাবে সুংহুয়া নদীর পানি দূষণ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা চালানোর ব্যাপারে চীন সরকারের দৃষ্টিভঙ্গী ইতিবাচক, উন্মুক্ত এবং সম্মত। তিনি বলেছেন, বর্তমানে সুংহুয়া নদীর দূষণ চীনের ভূভাগে সীমিত রয়েছে । চীনের ভূভাগে দূষণ দূর করার জন্যে চীন যথাসাধ্য দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চীনের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে বিভিন্ন পক্ষের বিশেষজ্ঞরা দূষণের প্রবণতা আর পরিণাম মূল্যায়ন করছেন। মুখপাত্রটি বলেছেন, চীনের সংশ্লিষ্ট বিভাগ চীনস্থ জাতি সংঘের পরিবেশ কর্মসূচীএবং জাতি সংঘের অন্যান্য সংস্থাকে সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে অবহিত করেছে।
|
|
|