সম্প্রতি জাতি সংঘের নিরীক্ষা বিষয়ক সহকারী মহা সচিব ওয়ারেন স্যাক সাংবাদিকদের বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের আপত্তিরকারণে চলতি বছরের শেষ দিকে জাতি সংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনে আগামী আর আগামী বছর ও পরের বছরে জাতি সংঘের বাজেট অনুমোদিত না হয় ,তাহলে জাতি সংঘ সম্ভাবত আর্থিক সংকটে নিমজ্জিত হবে।
আগের নিয়ম অনুযায়ী, জাতি সংঘের সদস্য দেশগুলো যাতে সময় মত ফি দিতে পারে সেই জন্যে ৩১ ডিসেম্বরেরআগে জাতি সংঘের এবারকার অধিবেশনে মহা সচিব কফি আনানের উত্থাপিত আগামী দু' বছরের বাজেট অনুমোদিত হতে হবে। কিন্তু জাতি সংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি জন বোলটন গত সপ্তাহে বলেছেন, বর্তমানে জাতি সংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনে জাতি সংঘের সচিবালয়ের ব্যবস্থাপনা সংস্কারের বিশদ কর্মসূচী নিয়ে আলোচনা হচ্ছে। এই সংস্কারের কর্মসূচী নিধার্রিত হওয়ার পরই জাতি সংঘে নতুন বাজেট নিয়ে আলোচনা হবে এবং তা অনুমোদিত হবে।
|