চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পয়লা ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন সরকার ভূটানের সঙ্গে ঐতিহ্যিক মৈত্রীর উপর গুরুত্ব দেয় এবং আগের মতো ভবিষ্যতেও শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতিতে ভূটানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে।
দু'দেশের সীমান্ত সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং বলেছেন, চীন ও ভূটান বরাবরই সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। দু'পক্ষ সমতাভিত্তিক ও বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে যত তাড়াতড়িসম্ভব দ্বিপাক্ষিক সীমান্ত সমস্যা নিষ্পত্তি করতে রাজী হয়েছে।
|