চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের বৈদেশিক বিভাগের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বস্ত্র- পণ্য চুক্তিতে দু'পক্ষের স্বার্থ বিবেচনা করা হয়েছে । এতে মার্কিন বস্ত্র শিল্প কাঠামোর পুনর্গঠনের জন্য অবকাশ যোগানোর সংগে সংগে চীনের বস্ত্র পণ্য রফতানির জন্যও অবকাশ প্রশস্ত করা হবে । আরো গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে , এতে দুদেশের বস্ত্র শিল্প খাতের জন্য একটি স্থিতিশীল ও প্রাক্কলনযোগ্য বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা হবে ।
গত ৫ মাস ধরে ৭ দফা কঠোর আলোচনার সুফল হিসেবে গত ৮ নভেম্বর দুদেশ এক মত হয়েছে । ফলে দুদেশের মধ্যে এক বছর-স্থায়ী বস্ত্র বাণিজ্য-বিরোধ নিরসন করা হয়েছে ।
|