ক্যানাডার মন্ট্রিলে অনুষ্ঠানরত জাতি সংঘের আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ৩০ নভেম্বর কিয়োটো প্রটোকলের কার্যকরীকরণসম্পর্কিত একটি প্রস্তাব গৃহিত হয়েছে । এতে প্রমাণিত হয়েছে , শিল্পোন্নত দেশগুলোর কলকারখানাগুলো থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের পরিমান কমানো সংক্রান্ত কিয়োটো প্রটোকল সার্বিকভাবে কার্যকরী হবে ।
এই সম্মেলনের চেয়ারম্যান স্টেফেন ডিওন একটি প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন , কিয়োটো প্রটোকলের স্বাক্ষরদানকারী দেশগুলোর অর্জিত এই মতৈক্য প্রটোকলের সার্বিক বাস্তবায়নে সাহায্য করবে । এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ ।
|