২৯ নভেম্বর বাংলাদেশে দু'বার আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটার পর, ঢাকার ৩৫ কিলোমিটার উত্তরের গাজিপুরে পয়লা ডিসেম্বর আবার বোমা বিস্ফোরণ ঘটেছে, তাতে কমপক্ষে ১০জন আহত হয়েছে।
স্থানীয় ইউ এনবির খবরে প্রকাশ পয়লা ডিসেম্বর দুপুরে বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ একজন সন্দেহজনক আহত বিস্ফোরণকারী ঘটনাস্থলে গ্রেফতার করেছে।