যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সীন ম্যাকর্ম্যাক ৩০ নভেম্বর বলেছেন, যুক্তরাষ্ট্র সাধ্যানুযায়ী ই ইউ'র দাবির প্রতি সাড়া দেবে এবং প্রতিবেদনে দেয়া ইউরোপীয় দেশগুলোতে সি আই এ'র স্থাপিত গোপন কারাগার এবং সন্ত্রাস সন্দেহভাজন সন্ত্রাসী ব্যক্তিদের স্থানান্তরের ঘটনা প্রসঙ্গে ব্যাখ্যা দেবে।
ম্যাকর্ম্যাক একইদিন তথ্যজ্ঞাপন সভায় স্বীকার করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ইতিমধ্যেই ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্র, অর্থাত্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র'র চিঠি পেয়েছেন। জ্যাক স্ট্র ই ইউ'র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উপরোক্ত ঘটনা প্রসঙ্গে ব্যাখ্যা দেবার দাবি জানিয়েছেন।
কিন্তু তথ্যজ্ঞাপন সভায় ম্যাকর্ম্যাক ইউরোপীয় দেশগুলোতে সি আই এ'র স্থাপিত গোপন কারাগার ও ইউরোপীয় দেশগুলোর বিমান বন্দর ব্যবহার করে সন্দেহভাজন ব্যক্তিদের স্থানান্তর প্রসঙ্গে কিছু কিছু বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেছেন।
|