v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-01 18:32:31    
ছিন হোয়াংতাও

cri
    ছিন হাংতাও উত্তর-পূর্ব চীনের হোপেই প্রদেশে অবস্থিত, পেইচিং থেকে ২৮১ কিলোমিটার দূরের অবস্থান। ছিন সম্রাট পূর্ব ভ্রমনের সময় দেবতা সন্ধানে এখানে থাকতেন। এ কারণে ছিন হোয়াংতাও নামে আখ্যায়িত করা হয়। "ছিন হোয়াং" চীনা ভাষায় মানে ছিন সম্রাট, "তাও" মানে দ্বীপ। ছিন হোয়াংতাও হাইকাং, সানহাইকুয়ান, পেইতাইহো তিনটি ডিস্ট্রিক্টে বিভক্ত। প্রাকৃতিক দৃশ্য সুন্দর, গ্রীষ্মকালে গরম নয়। সাগরের উপকূল সদবংশীয়, পুরা কীর্তি নিদর্শন প্রচুর। ছিন হোয়াংতাওয়ে ৩৩টি জাতির নাগরিক আছে, হান জাতি ছাড়া, মান, হু্ই, কোরিয়া, চাং, মোঙ্গলিয়া, মিয়াও ইত্যাদি সংখ্যা

 

লঘুজাতি আছে। লোকসংখ্যার ৮৫.৩% হান জাতি, ১৪.৭% সংখ্যালঘুজাতি।

(লাওহুশি সমুদ্রতীর দর্শনীয় স্থান)

    ছিন হোয়াংতাও শহর চীনের একটি উপকূলীয় সৈকত শহর। চীনের বিখ্যাত্ পর্যটন স্থান ও চীন সরকারের গ্রীষ্মকালীন কার্যলয়, "চীনের গ্রীষ্মকালীন রাজধানী" নামেও পরিচিত ছিন হোয়াংতাও শহরের পরিবহন সুবিধা, ভবন অট্টালিকা, হোটেল, রেস্টুরেন্ট, বাণিজ্যকেন্দ্র প্রচুর।

   

(ছিহোয়াংতাও বন্দর)

হাইকাং ডিস্ট্রিট ছিন হোয়াংতায়ের শহরের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কেন্দ্র, পিছনে পাড়ার, সামনে সমুদ্র, ভৌগোলিক অবস্থান ভালো, দৃশ্য সুন্দর, আবহাওয়া মনোরম, আদর্শ পর্যটন এবং শোপিংর কেন্দ্র। চীনের বিখ্যাত্ শক্তি সম্পদ বন্দর ছিন হোয়াংতাও বন্দর এখানে অবস্থিত।

   

(সানহাইকুয়ান)

ছিন হোয়াংতাও'র দৃশ্য পাড়ার ও সমুদ্রের জন্যে বিখ্যাত্। বিখ্যাত্ পর্যন্ট স্থান প্রধানত: সমুদ্রতীর দর্শনীয় স্থান, সান হাইকুয়ান পর্যটন স্থান ও শানইউয়ে পর্যটন স্থান।

ছিন হোয়াংতাও'র আবহাওয়া নম, বৃষ্টিহীন ও আর্দ্র উপযুক্ত, গ্রীষ্মকালে গরম নয়, পেইতাইহো পর্যটন স্থান শীতকালে বেশী শীত না, গ্রীষ্মকালে বেশী গরম নয়, সারা বছরের গড়পড়তা তাপমাত্রা প্রায় ১০ সেলসিয়াস, শীতকালের সবচেয়ে নিচু তাপমাত্রা -১৫ সেলসিয়াস, প্রতি বছর গড়পড়তা আট দিনের তাপমাত্রা ৩০ সেলসিয়াসের বেশী।

পেইতাইহো পর্যটন স্থানের সর্বশ্রেষ্ট পর্যটন সময়: মে মাস থেকে অক্টবর পর্যন্ত, অন্য পর্যটন স্থানের সর্বশ্রেষ্ট পর্যটন সময়: জুন মাস থেকে অগস্ট পর্যন্ত।