জাতি সংঘ মহাসচিব কোফি আনান পয়লা ডিসেম্বর "বিশ্ব এইডজ দিবস" উপলক্ষ্যে দেয়া একটি ভাষণে বিভিন্ন দেশের প্রতি এইডজ প্রতিরোধের কাজের ওপর আরো গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, গত অক্টোবর থেকে, আন্তর্জাতিক সমাজে এইডজ প্রতিরোধ ক্ষেত্রে প্রচুর অগ্রগতি অর্জিত হয়েছে। ২০০৫ সালে সারা বিশ্বে মোট ৫০ লক্ষ এইডজ ভাইরাস-বাহী বেড়েছে, সেজন্যে এইডজ ভাইরাস-বাহীর সংখ্যা ৪০ মিলিয়নের বেশী হয়েছে।
কোফি আনান বিভিন্ন দেশের সরকার, ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতি এইডজ-পীড়িত অঞ্চলে আরও বেশী সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি মানবজাতি এইডজের বিস্তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে না পাড়ে, তাহলে জাতি সংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়িত হবে না।
|