ষাট তম জাতি সংঘ সাধারণ পরিষদের একজন মুখপাত্র ৩০ নভেম্বর নিউইয়র্কে অবস্থিত জাতি সংঘ সদর দপ্তরে তথ্য মাধ্যমকে জানিয়েছেন, চলতি দফা জাতি সংঘ সাধারণ পরিষদের আইন বিষয়ক ষষ্ট কমিটি ২৯ নভেম্বর আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কিত সার্বিক চুক্তির খসড়া প্রস্তাব প্রসঙ্গে আলোচনা স্থগিত রাখা হয়েছে।
এই মুখপাত্র বলেছেন, দু'মাস ব্যাপী আলোচনার পর, জাতি সংঘ সাধারণ পরিষদের ষষ্ট কমিটি আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কিত সার্বিক চুক্তির খসড়া প্রস্তাব সংশ্লিষ্ট আলোচনায় প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে একমত হতে পারেনি। বিভিন্ন দেশের আইন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিশেষ কমিটি আগামী ফেব্রুয়ারী মাসের শেষ দিকে সংশ্লিষ্ট খসড়া প্রস্তাবের আলোচনা আবার শুরু করবে।
জানা গেছে, বিভিন্ন পক্ষের মধ্যে সন্ত্রাসের সংজ্ঞা ও আওতা বিরূপনের ক্ষেত্রে মতভেদ আছে। তা হচ্ছে বিশেষ কমিটি সার্বিক চুক্তির খসড়া প্রস্তাব নিয়ে একমত না হওয়ার প্রধান কারণ।
|