v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-12-01 15:24:12    
১ ডিসেম্বর

cri
    "কায়রোত ঘোষণা" প্রকাশিত হয়

    ১৯৪৩ সালের ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ,মার্কিন প্রেসিডেন্ট রূসেভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী ছার্ছিল এবং চীনের কুওমিনতাং পার্টির চেয়ারম্যান ছিয়াং কেইশেক মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেন ।

    ১ ডিসেম্বর দিন দেশ "কায়রোত ঘোষণা" প্রকাশ করে । কায়রো বৈঠকের প্রধান বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র, বৃটেন আর চীন যৌথভাবে জাপানের বাহিনী বিরোধীতা করা এবং যুদ্ধত্তর জাপানকে শাস্তি দেয়ার প্রশ্ন । এই ঘোষণার প্রধান বিষয় : তিন দেশের সামরিক কর্মকর্তাদের ভবিষ্যতে জাপানের ওপর আঘাত হানার পরিকল্পনা এক মত হয়েছেন । জাপানের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে জাপানের আগ্রাসন বন্ধ করা ,জাপানকে শাস্তি দেয়া এবং ১৯১৪ সালে প্রথম বিশ্ব যুদ্ধ শুরু হওয়ার পর প্রশান্ত মহাসাগরে জাপান দখল করার সকল দ্বীপ আর ভূভাগ হস্তান্ত হওয়া , উত্তর কোরিয়া স্বাধীনতা হওয়া , তিন দেশ দীর্ঘকালে যুদ্ধ করবে ,যাতে জাপান বিনাশর্তভাবে ব্যর্থ হওয়া । এই ঘোষণার প্রকাশ জাপানী আগ্রাসনীদের ব্যর্থ বাস্তবায়নের জন্যে সক্রিয় ভুমিকা পালন করে ।

    **১লা ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইড্স দিবস ।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৮ সালের জানুয়ারী মাসে এটি নির্ধারণ করে । বিশ্ব এইড্স দিবস নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে এইড্সরোগের ক্ষতি সম্পর্কে জনসাধারণের উপলব্ধি বাড়ানো । এই দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে সারা পৃথিবীতে এইড্স রোগের নিবারণ ও চিকিত্সা সম্পর্কে শিক্ষামূলক প্রচার চালায়, যাতে এইড্স রোগের বিস্তার রোধ করা যায় ।

    এইড্স রোগ "বিংশ শতাব্দীর মহামারী" বলে পরিচিত । পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইড্সরোগীর সংখ্যা প্রতি মিনিটে একজন করে বাড়ছে । ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইড্সরোগী চিণ্হিত হওয়ার পর প্রথিবীর একশো বাহান্নটি দেশে এইড্সরোগী আবিষ্কৃত হয়েছে । আনুষ্ঠানিক রিপোর্টে উল্লিখিত এইড্সরোগীদের সংখ্যা এক লক্ষ ছিয়াশি হাজার ছাড়িয়ে গিয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান অনুযায়ী , এইড্সরোগীদের সংখ্যা বাস্তবে ছয় লক্ষে পৌঁচেছে ,এইড্সরোগের ভাইরাসবাহীদের সংখ্যা প্রায় ষাট লক্ষ । পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রেই এইড্সরোগীদের সংখ্যা সবচেয়ে বেশী , অর্থাত্ বর্তমানে এক লক্ষ সাত হাজার তিনশো আটজন । তারপরে ব্রাজিল , উগান্ডা ও ফ্রান্সের স্থান ।

    এইড্সরোগ মানব সমাজের পক্ষে গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে । তার ভাইরাস একধরণের চিরস্থায়ী সংক্রামক ভাইরাস যা মানবদেহের ইম্যুনিটি সিস্টেম নষ্ট করে দেয় এবং বিভিন্ন অনারোগ্য রোগ আর অবশেষে মৃত্যু ডেকে আনে । এপর্যন্ত পৃথিবীর কোনো এইড্সরোগীই পাঁচ বছরের বেশী সময় বাঁচে নি ।

    ** "দক্ষিণ মেরু চুক্তি" স্বাক্ষরিত হয়

১৯৫৯ সালের ১ নভেম্বর যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া, নেজারন্যান্ড, ফ্রান্স, নওয়ে, জাপান, আর্জেন্টিনা, চিলি আর দক্ষিণ আফ্রিকা ইত্যাদি ১২টি দেশ ওয়াশিনটেনে "দক্ষিণ মেরু চুক্তি" স্বাক্ষর করে । এর প্রধান বিষয় : ১.শান্তি আর বেসামরিক, দক্ষিণ মেরু শুধু শান্তিভাবে ব্যবহৃত হবে এবং সকল সামরিক ব্যবস্থা বন্ধ হবে । এই চুক্তি ১৯৬১ সালের ২৩ জুন শুরু হয় , এর সীমান্তসময়সূচী ৩০ বছর । ১৯৮৩ সাল পর্যন্ত এই চুক্তির অংশগ্রহণকারী সদস্য দেশ মোট ২৮টি । সাধারণত সদস্য দেশগুলো প্রত্যেক দু'বছর একবার বৈঠক আয়োজন করে ।

    ** চিয়াং কেইশেক সোং মেইলিং-এর সঙ্গে বিয়ে করেন

    ১৯২৭ সালের ১ ডিসেম্বর চীনের কুওমিনতাং পার্টির চেয়ারম্যান চিয়াং কেইশেক মিস সোং মেইলিং-এর সঙ্গে সাংহাইয়ে বিয়ে করেন ।