|
ইতিহাস প্রশ্নে সমস্যায় জাপানের প্রতি দ: কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর দাবি
cri
|
৩০ নভেম্বর সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র আর বাণিজ্য মন্ত্রী বান কি মুন বলেছেন, জাপানের পররাষ্ট্র মন্ত্রীকে ইতিহাসের সমস্যা সঠিকভাবে মোকাবেলা করতে হবে। এটাই দক্ষিণ কোরিয়া আর জাপানের মধ্যেকার সমস্যা নিষ্পত্তির একমাত্র উপায় । একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরমাসে মালয়েসিয়ায় অনুষ্ঠেয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সুযোগে তিনি ইতিহাসের বিষয়ে টারো আসোর সঙ্গে মত বিনিময় করবেন এবং দক্ষিণ কোরিয়ার মতাধিষ্ঠান ব্যাখ্যা করবেন।
|
|