চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক ছুই থিয়ানখাই ৩০ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত দেশী-বিদেশী সাংবাদিকদের বলেছেন, চীন পূর্ব-এশিয়ার প্রথম শীর্ষসম্মেলন আয়োজনের প্রশ্নে উন্মূক্ত ও গঠনমুলক দৃষ্টিভংগী পোষণ করে।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন এবং কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য চীন-আসিয়ান নবম শীর্ষ সম্মেলন অর্থাত্ ১০ যোগ ১, আসিয়ান এবং চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার নবম শীর্ষ সম্মেলনে, অর্থাত্ ১০ যোগ ৩ এবং পূর্ব এশিয়ার পথম শীর্ষ সম্মেমলন ইত্যাদি তত্পরতায় অংশ নেবেন।
ছুই থিয়ানখাই বলেছেন, মোট ১৬টি দেশ আসন্ন পূর্ব-এশিয়া শীর্ষসম্মেলনে অংশ নেবে এবং সম্মেলনে কুয়ালালামপুর ঘোষণা প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। চীন এই সম্মেলনের উপর আশাবাদী। সঙ্গে সঙ্গে চীন এও আশা করে যে সকল দেশ গঠনমূলক দৃষ্টিভংগীতে সম্মেলনে যোগ দেবে।
|